ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তার। কিন্তু এখানেই যে এমন চমক দেবেন কে জানতো। মিরপুরের শেরেবাংলায় শুক্রবার বল হাতে ম্যাজিক দেখালেন নাথান এলিস। তুলে নিলেন হ্যাটট্রিক। বাংলাদেশের বিপক্ষে সিরিজে যদিও তিনি অস্ট্রেলিয়ার স্কোয়াডে ছিলেন রিজার্ভ হিসেবে। রাইলি মেরেডিথের চোটে জায়গা পান একাদশে।
আর শুক্রবার সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মঙ্গলবার মিরপুরের শেরেবাংলায় অভিষেকে পেলেন হ্যাটট্রিক। নিজের প্রথম ৩ ওভারে ২৯ রান দেন। এরপর শেষে ড্যান ক্রিস্টিয়ানের বদলে শেষ ওভারে তার হাতে বল দেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড।
এরপর নিজের ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহ রিয়াদ করেন বোল্ড। হাফসেঞ্চুরি তুলে ফেরেন বাংলাদেশ অধিনায়ক , পরের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন মুস্তাফিজুর রহমান। পরের বলে মেহেদী হাসান ক্যাচ ভাসান স্কয়ার লেগে। ব্যস, হ্যাটট্রিক।
তার পথ ধরে অভিষেকেই হ্যাটট্রিক তুলে নিয়ে রেকর্ডবইয়ে নাম লেখান ২৬ বছর বয়সী অজি পেসার। টি-টুয়েন্টি ক্রিকেটে এলিস প্রথম বোলার যিনি অভিষেকেই হ্যাটট্রিক পেলেন। সব মিলিয়ে টি-টুয়েন্টিতে এটি সপ্তদশ হ্যাটট্রিক, অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয়।
বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলল ১২৭ রান। ৫৩ বলে ৪ বাউন্ডারিতে ৫২ রান করেন মাহমুদউল্লাহ। সাকিব আল হাসানের ব্যাটে ২৬।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১২৭/৯ (নাঈম ১, সৌম্য ২, সাকিব ২৬, মাহমুদউল্লাহ ৫২, আফিফ ১৯, শামীম ৩, সোহান ১১, মেহেদি ৬, মুস্তাফিজ ০, শরিফুল ০*; টার্নার ১-০-২-০, হেইজেলউড ৪-০-১৬-২, জ্যাম্পা ৪-০-২৪-২, অ্যাগার ৪-০-২৩-০, এলিস ৪-০-৩৪-৩, মার্শ ১-০-১৫-০, ক্রিস্টিয়ান ২-০-৯-০)।
Discussion about this post