তাকে নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। বিশ্বকাপ জয়ী দলের সদস্য বলে কথা। তবে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেই আলোচনার আলোতে এসেছিলেন পারভেজ হোসেন ইমন। এবার যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে অভিষেক হলো তার।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ইমনের সেঞ্চুরি, ৯ চার ও ৭ ছক্কার করেছিলেন শতরান। তারপর থেকেই চলছিল অপেক্ষা, কখন জায়গা মিলবে জাতীয় দলে। অবশেষে স্বপ্নপূরণ তার।
২০২০ সালের ৮ ডিসেম্বর হাঁকানো সেই ঝড়ো সেঞ্চুরির পর জাতীয় ওয়ানডে দলে ডাকা হয় ইমনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক দলে থাকলেও ইনজুরির কারণে বাদ পড়েন। এরপর আলোচনাই হচ্ছিল না তাকে নিয়ে। অনেক দিন পর খুলনায় বিসিবি টাইগার্সের বিপক্ষে ‘এ’ দলের হয়ে সেঞ্চুরিতে ফের নজর কাড়েন। খুলে যায় জাতীয় দলের দরজা।
প্রথম দুই টি-টুয়েন্টিতে মুনীম শাহরিয়ার কিছুই করতে পারেন নি। তার বাজে পারফরম্যান্সেই পথ খুলল ইমনের। হারারেতে অভিষেক হয়ে গেল। তিনি ৭৬তম টি-টুয়েন্টি ক্রিকেটার বাংলাদেশের। দুই ম্যাচ পর দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে পেলেন ক্যাপ।
স্বীকৃতি টি-টুয়েন্টিতে ইমন ২৫ ম্যাচে করেছেন ৫৭০ রান। ২৩.৭৫ গড় ও ১২৩.৩৭ স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য এই টপ অর্ডার ব্যাটসম্যান এবার নাম লেখালেন জাতীয় দলে।
এদিকে মঙ্গলবার বাংলাদেশের নবম টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। দলে মাহমুদউল্লাহ রিয়াদ ফিরলেও অধিনায়ক করা হয় তাকে!
Discussion about this post