টেস্ট থেকে টি-টুয়েন্টিতে ফিরলেও আগের মতোই চমক ধরে রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিমান ভ্রমণের ক্লান্তি কাটিয়ে মাঠে নেমেই সাফল্য পেলেন এই বাংলাদেশি ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন রিয়াদ। ব্যাট হাতে ২০ বলে ২৯ রানের দারুণ ইনিংস খেললেন তিনি। তারপরও অবশ্য অন্য সতীর্থদের ব্যর্থতায় ইসলামাবাদ ইউনাইটেডের কাছে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স হারল ৫ উইকেটের বড় ব্যবধানে।
এবারের পিএসএলে বুধবারই প্রথম হারল কোয়েটা। আগের দুই ম্যাচে দুটোতেই জিতেছিল দলটি।
বুধবার রাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে মিসবাহ-উল-হকের ইসলামাবাদ ইউনাইটেড কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ব্যাটিংয়ে পাঠায়। মাহমুদউল্লাহর অপরাজিত ২৯, আসাদ শফিকের ৪৫ ও থিসারা পেরেরার ২৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রান করে কোয়েটা। ২০ বলে ২ চার ও ১ ছয়ে ২৯ রানে অপরাজিত ছিলেন টাইগার ক্রিকেটার। শফিক ৪২ বলে ৪ চারে ৪৫ রান করেন। থিসারা পেরেরা ১৮ বলে ২৭।
জবাবে স্যাম বিলিংসের অপরাজিত ৫০ বলে ৭৮ ও শেন ওয়াটসনের ৩৬ রানে ভর করে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইসলামাবাদ। হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াদের দল। ৫০ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৭৮ রান করে ম্যাচসেরা স্যাম বিলিংস।
শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় পিএসএলে ফের মাঠে নামবে মাহমুদউল্লাহর দল কোয়েটা। তাদের প্রতিপক্ষ সাকিব-তামিমের পেশোয়ার জালমি।
Discussion about this post