একেই বলে আসলেন, দেখলেন এবং জয় করলেন। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচটাই স্মরনীয় করে রাখলেন ইমাম-উল-হক। অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে জাত চেনালেন পাকিস্তানের ব্যাটিং গ্রেট ইনজামাম-উল-হকের ভাতিজা। তার শতরান ও হাসান আলীর দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজ জিতে (৩-০) নিয়েছে পাকিস্তান।
ইমামের ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই ওডিআই অভিষেকে শতরান করা একমাত্র পাকিস্তানি ছিলেন সেলিম এলাহি। ওয়ানডেতে বিশ্বে ১৩তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করলেন ইনজির ভাতিজা। ২১ বছর বয়সী ইমামের চাচা পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে দলের প্রধান নির্বাচক। দেশের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান (১১,৭৩৯) তারই দখলে।
বুধবার ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে। কিন্তু হাসান আলীর দুর্দান্ত বোলিংয়ে ২০৮ রানে অলআউট হয় তারা। ৬১ রান করেন অধিনায়ক উপুল থারাঙ্গা। হাসান ১০ ওভারে মাত্র ৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। দেশের হয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন হাসান। ২৪ ম্যাচেই তিনি এই মাইলফলকে পা রাখলেন। ওয়াকার ইউনিস ২৭ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন।
জবাব দিতে নেমে পাকিস্তান ৪২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে। ইমাদের ব্যাটে ১০০।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৪৮.২ ওভারে ২০৮ (ডিকভেলা ১৮, থারাঙ্গা ৬১ চান্দিমাল ১৯, মেন্ডিস ১০, কাপুগেদেরা ১৮, থিরিমান্নে ২৮, থিসারা ৩৮, দনঞ্জয়া ১, চামিরা ১০*; জুনাইদ ১/৩২, হাফিজ ১/৩৯, হাসান ৫/৩৪, শাদাব ২/৩৭)।
পাকিস্তান: ৪২.৩ ওভারে ২০৯/৩ (ফখর ১১, ইমাম ১০০, বাবর ৩০, হাফিজ ৩৪*; গামাগে ১/৩৫, ভ্যান্ডারসে ১/৪৩, থিসারা ১/২২)।
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে পাকিস্তান ৩-০ তে এগিয়ে
ম্যাচসেরা: ইমাম-উল-হক
Discussion about this post