স্বস্তি পেতেই পারে বাংলাদেশ দল। সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলতে অনেকটাই তরুণ ক্রিকেটারদের নিয়ে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সিরিজের জন্য বুধবার ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। দলটির নেতৃত্বে দেখা যাবে নতুন একজনকে।
নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারাত্নে জায়গা হারিয়েছেন। তিনি নেই বাংলাদেশ সফরের দলে। তার জায়গা টাইগারদের বিপক্ষে লঙ্কান দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরা। সহ-অধিনায়ক করা হয়েছে কুশল মেন্ডিসকে। সব মিলিয়ে
বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা দলে পরিবর্তনের ছড়াছড়ি।
নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে, অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালসহ নেই নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমাল আর অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো নিয়মিত মুখ। সব মিলিয়ে মনে হচ্ছে ভবিষ্যতের কথা ভেবেই দল গড়ছে তারা। বাংলাদেশ সফর দিয়েই দেখে নিতে চায় আগামীর দল।
জাতীয় দলে দলে ফিরেছেন ইসরু উদানা ও ধনঞ্জয়া ডি সিলভা। লঙ্কান দলের নতুন মুখ চামিকা করুনারাত্নে ও শিরান ফার্নান্দো।
অভিজ্ঞদের বাদ দিয়ে মূলত ২০২৩ বিশ্বকাপের জন্য নতুন শুরু করতে চায় শ্রীলঙ্কা। ১৮ জনের এ স্কোয়াডে ওয়ানডে অভিষেক হয়নি চারজনের- অলরাউন্ডার রমেশ মেন্ডিসের সঙ্গে তিন পেসার চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্ডো ও শিরান ফার্নান্ডোর।
আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কান দল। তিন দিন কোয়ারেন্টাইনের পর শুরু হবে তাদের অনুশীলন। ২৩ মে তামিম ইকবালদের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও শেষ ওয়ানডে ২৫ ও ২৮ মে। দিবা-রাত্রির তিনটি ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা দল-
কুশাল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।
Discussion about this post