টেস্ট অধ্যায় শেষ হয়েছে নিজের অজান্তেই। আনুষ্ঠানিক বিদায় বলার সুযোগও মিলেনি। তারপর টি-টুয়েন্টি ক্রিকেট থেকেও অনেকটা ‘অনিচ্ছায়’ সরে যেতে হয়েছে তাকে। এখন জড়িয়ে আছেন শুধু ওয়ানডে ক্রিকেটে। তাইতো শঙ্কা থাকেই-এবার কি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মাশরাফি বিন মতুর্জা। ভক্তদের উদ্বেগ বাড়তে দিলেন না এই অভিজ্ঞ পেসার।
ভারতের কাছে শুক্রবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে হারের পর অবশ্য রহস্য করলেন ম্যাশ। অবসর প্রসঙ্গে সরাসরি কিছু বলেন নি! জানালেন যতদিন উপভোগ করবেন ততদিন খেলে যাবেন।
সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠে -২০১৯ বিশ্বকাপে খেলবেন? এমন প্রশ্নের সামনে দাঁড়িয়ে কৌশলে খেললেন টাইগার ক্যাপ্টেন। ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার বলেন, ‘দেখুন, ২০১৯ বিশ্বকাপে খেলতেও পারি, আবার নাও খেলতে পারি। সত্যি বলতে কি আমি এখনো আমার খেলাটা উপভোগ করছি। তাই অবসর নিয়ে কিছু ভাবিনি।যতদিন আমি উপভোগ করবো ঠিক ততোদিন খেলে যাবো।’
ভারতের কাছে হারের পর আক্ষেপ ছুঁয়ে যায়নি মাশরাফিকে। কেননা, ভাল খেলেই দল উঠেছে সেমিতে। তরুন ক্রিকেটারদের ওপর তার বিশ্বাস রয়েছে। জানালেন, ‘২০১৯ সালের আরও ভালো করব আমরা। এবার তরুণরা ভালো না করলেও ২০১৯ বিশ্বকাপে তারাই ভালো করবে।ওদের প্রতি আমার আস্থা আছে।’
Discussion about this post