ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বের প্রথম পেসার হিসেবে একদিন আগেই জেমস অ্যান্ডারসন টেস্টে ৬০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। স্বাভাবিকভাবেই সবার শুভেচ্ছায় সিক্ত এ ডানহাতি পেসার। শুধু তা-ই নয় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং হয়ে উঠেছেন তিনি।
মঙ্গলবার অনন্য কীর্তি গড়ার পরই অ্যান্ডারসনের অবসর নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে ইংলিশ পেসার দ্রুতই ব্যাপারটির সুরহা করেছেন। বলেছেন এখনই অবসর নিয়ে ভাবছেন না। লক্ষ্য এবার ৭০০ উইকেটে মাইলফলকে পৌঁছানো, ‘৭০০ উইকেট কি পাব আমি? নিশ্চয় পাব । এই টেস্টে আমি তেমন ভাল বল করিনি, যতোটা এ মৌসুমে করেছি। মনে হয়, এখনও ইংল্যান্ডকে দেওয়ার মতো অনেক কিছু আছে আমার। তাই যতদিন মনে হবে, খেলা চালিয়ে যাব । নিজের ফিটনেস ধরে রাখতে অনেক কষ্ট করছি আমি।৷ মনে হয় না, আমি নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছি। ’
অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ। যা অনুষ্ঠিত হবে আগামী বছর। ততদিনে অবশ্য অ্যান্ডারসনের বয়স হয়ে যাবে ৩৯। তখনও কি তাহলে তিনি খেলতে পারবেন? এ ব্যাপারে ইংলিশ এ পেসার বলেছেন, ‘আমি অধিনায়ক রুটের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি, সে বলেছে পরবর্তী অস্ট্রেলিয়া অ্যাশেজেও সে আমাকে পেতে চায়। আমি এমন কোনো কারণ দেখছি না যার কারণে আমি সেখানে খেলতে পারব না। আমি চেষ্টা চালিয়ে যাব এবং নিজেকে যোগ্য প্রমাণের চেষ্টা করে যাব।’
এরআগে মঙ্গলবার সাউদাম্পটন টেস্টের বৃষ্টি বিঘ্নিত পঞ্চম দিনের তৃতীয় সেশনের শুরুতে বল হাতে নিয়েই আজহার আলিকে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান অ্যান্ডারসন। আর তাতেই এ তারকা বিশ্বের প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেটের মাইলফলকে পা রেখে আনন্দে মাতেন।
এখন পর্যন্ত অ্যান্ডারসন খেলেছেন ১৫৬টি টেস্টে। নিয়েছেন ৬০০ উইকেট। তাতেই টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় উঠে এসেছেন সেরা চারে। তার আগে রয়েছেন মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলে (৬১৯)।
Discussion about this post