ইংল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দল যেন জিততে ভুলেই গিয়েছিল। এবার হারের বৃত্তটা ভাঙ্গলেন তারা। নাঈম ইসলামের দূর্দান্ত সেঞ্চুরিতে জয় এল। তার ১২১ রানের অপরাজিত ইনিংসে শনিবার ইংল্যান্ড লায়ন্সের ৩২০ রানের চ্যালেঞ্জ এক ওভার হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ ‘এ’। ৪ উইকেটের এই জয়ে কিছুটা হলেো মুখ রক্ষা করবে তাদের।
টনটনে তৃতীয় আনঅফিসিয়িল ওয়ানডেতে প্রথমে ব্যাট করে গ্যারাই ব্যালান্স ও জেমস ভিঞ্চির হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ড লায়ন্স করে ৭ উইকেটে ৩১৯। আল আমীন ৭০ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া রবিউল নেন ৬০ রানে ২ উইকেট।
এরপর দ্বিতীয় ওভারে জহুরুল ইসলামের (৬) বিদায়ের পর ইমরুল কায়েস সাজঘরে ফিরে যান ২৮ রানে। তবে তৃতীয় উইকেটে রকিবুল হাসান ও নাঈম ইসলামের ১০৪ রানের জুটি ম্যাচে ফেরায় বাংলাদেশকে। নাঈম ইসলামের সেঞ্চুরি (১২১) এবং রকিবুল হাসানের ৭২ রানে এক ওভার হাতে থাকতেই বাংলাদেশ জয় তুলে নেয়। ১০০ বলে ১৫ বাউন্ডারি ২ ছক্কায় ১২১ রানে অপরাজিত থাকেন নাঈম। এছাড়া শামসুর রহমান করেন ২০ বলে খেলেন ৩৫ রানের দারুন ইনিংস।
Discussion about this post