ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা দুই হারে চাপে ছিল বাংলাদেশ বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচ হারলেই সিরিজটাও হয়ে যেতো হাতছাড়া। তবে এবার জয়ের দেখা পেলেন ইমরুল কায়েসরা। বোলিংয়ে আবু জায়েদ চৌধুরী রাহী আর ব্যাটিংয়ে ফজলে মাহমুদের দাপট দেখালেন। তার পথ ধরে দল পেল দারুণ জয়।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে বুধবার আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল। এ অবস্থায় পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে ১২২ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১১৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে ইমরুল কায়েসের দল।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তান এ দলের দেওয়া ১২৩ রানের ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের তৃতীয় ওভারেই মোহাম্মদ নাইমের (২) উইকেট হারায় বাংলাদেশ। বেশিক্ষণ টিকতে পারেননি কায়েসও। ইনিংসের অষ্টম ওভারে জিয়া আলির বলে লেগ-বিফোরের শিকার হন তিনি। আউটের আগে তিনি করেন ৪ চারের সাহায্যে ২৩ রান। তার বিদায়ের কিছু মুহূর্ত পর করিম জানাতের শিকার হন জাকির আলি (১২)। এর ফলে দলীয় ৪৮ রানে তৃতীয় উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে এ চাপকে অনুভব করতে দেননি ফজলে মাহমুদ ও আফিফ হোসেন। ১১৭ বল হাতে রেখে বাংলাদেশ এ দল পায় ৭ উইকেটের জয়। হাফ-সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত রাব্বি অপরাজিত থাকেন ৫৭ রানে। দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়া অপর ব্যাটসম্যান আফিফ করেন ২১ রান।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভেজা আউটফিল্ডের জন্য প্রায় দুই ঘন্টা পর শুরু হয় ম্যাচটি। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক ইমরুল কায়েস।
৩২.৪ ওভারে ১২২ রানে থামে সফরকারীদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। স্বাগতিক বোলারদের মধ্যে ২৮ রান খরচায় ৪ উইকেট নেন রাহী। বাকি বোলারদের মধ্যে ২৪ রানের বিনিময়ে মেহেদি ৩টি উইকেট লাভ করেন। এছাড়া নাজমুল অপু ও আবু হায়দারের ভাগ্যে জুটে একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান ‘এ’ দল: ৩২.৪ ওভারে ১২২/১০ (রহমানুল্লাহ ০, ইব্রাহিম ২৫, উসমান ১২, শহিদউল্লাহ ৮, নাসির ২, রাসুলি ১৬, করিম ১৫, ফজল ১৪, আশরাফ ১৭, ফরিদ ৫, জিয়া ১*; আবু জায়েদ ৪/২৮, আবু হায়দার ১/২৬, মেহেদি ৩/২৪, অপু ১/২০)
বাংলাদেশ ‘এ’ দল: ৩০.৩ ওভারে ১২৩/৩ (ইমরুল ২৩, নাঈম ২, জাকির ১২, মাহমুদ ৫৭*, আফিফ ২১*; ফরিদ ১/৩৬, করিম ১/২৫, জিয়া ১/১৮)
ফল: ৭ উইকেটে জয়ী বাংলাদেশ ‘এ’ দল
ম্যাচসেরা: আবু জায়েদ চৌধুরী
Discussion about this post