ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সফররত পাকিস্তান দল করোনামুক্ত হল। যে কারণে সেখানে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তানকে। অথচ কিছুদিন আগ পর্যন্ত তাও অসম্ভব মনে হচ্ছিল। করোনা পজিটিভ হয়েছিলেন ৮ জন।
এরআগে নিউজিল্যান্ডে গিয়ে করোনাবিধি ভেঙেছিল পাকিস্তান। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছিল যে, করোনার আখড়ায় পরিণত হয়েছিল সফরকারীরা! যে অপরাধে তাদের দেশে পাঠিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। অবশেষে ৪৪ জন খেলোয়াড়ের বিশাল পাকিস্তান বহর দিল দলটির স্বস্তির খবর। পঞ্চম ও শেষ রাউন্ডে সবাই করোনা নেগেটিভ হয়েছে।
এখন করোনা নেগেটিভ হওয়ায় পাকিস্তান ক্রিকেট দল ক্রাইস্টচার্চের আইসোলেশন ফ্যাসিলিটি ছাড়ার অনুমতি পাচ্ছে ৮ ডিসেম্বর। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেই সব কিছু চূড়ান্ত হবে। সেক্ষেত্রে তারা অনুশীলনের জন্য উড়ে যাবেন কুইন্সটাউন। সেখানেই টি-টোয়েন্টির জন্য অনুশীলন শুরু করবে পাকিস্তান।
এই সময় পাকিস্তান ‘এ’ দলও চার দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে। তবে পাকিস্তান মূল দল ও ‘এ’ দল অবস্থান করবে আলাদা হোটেলে। অনুশীলনও করতে হবে পৃথক পৃথক সময়ে। ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার পরেই হবে দুই টেস্টের সিরিজ। যা খেলা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়।
Discussion about this post