যা আশংকা করা হয়েছিল তাই যেন হল। বিরোধী দলের দেশ ব্যাপী অবরোধের সময় বাড়ল আরো ১২ ঘণ্টা। মানে বৃহস্পতিবার সকাল ৬টার বদলে অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তাইতো বাধ্য হয়েই এদিনের ঢাকা প্রিমিয়ার লিগের খেলা বাদ দিতে হল।
গাড়ি বন্ধ থাকায় ছয় প্রতিযোগী দলের পক্ষে মিরপুর শেরেবাংলা, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপি যাওয়া সম্ভব নয়। আয়োজক সিসিডিএম জানিয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স (লিজেন্ডস অব রুপগঞ্জ) ও প্রাইম দোলেশ্বর, মোহামেডান-প্রাইম ব্যাংক ও শেখ জামাল-কলাবাগান ক্রিকেট একাডেমির খেলা হবে শুক্রবার। ভেন্যু অপরিবর্তিতই থাকছে। গাজী ট্যাংক ক্রিকেটার্স (লিজেন্ডস অব রুপগঞ্জ) ও প্রাইম দোলেশ্বরের অনানুষ্ঠানিক ফাইনাল যথারীতি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মোহামেডান-প্রাইম ব্যাংক ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। শেখ জামাল এবং কলাবাগান একাডেমি ম্যাচ বিকেএসপিতে।
জানিয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স (লিজেন্ডস অব রুপগঞ্জ) ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচে যারা জিতবে তারাই এবারের ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন।
Discussion about this post