অন্য ফরম্যাটেও চোখ সাদমানের
ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেটে তিনি টেস্ট ক্রিকেটার হিসেবেই পরিচিত। ওপেনার সাদামান ইসলাম অনিক জাতীয় দলে অভিষেকের তিন বছরে সীমিত ওভারের দুই ফরম্যাটে সুযোগ পাননি। রীতিমতো টেস্ট ক্রিকেটার বনে গেছেন। কিন্তু অন্য ফরম্যাটেও চোখ আছে তার।
বুধবার মিরপুরের শেরেবাংলায় দাঁড়িয়ে সাদমান বলছিলেন, ‘দেখুন,সব ফরম্যাটে খেলার ইচ্ছে তো থাকেই। এখন যেমন অফ সিজন আছে, আমি চেষ্টা করছি আমার কোথায় ঘাটতি সেটা ধরার, কীভাবে নিজেকে উপরের দিকে নেওয়া যায় এটা নিয়েই কাজ করছি। আশা করি ভালো পারফর্ম করলে নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারবো।’
লিট ‘এ’ ক্রিকেটে ৫৮ ইনিংসে করেছেন ২১১৮ রান। ১৩টি ফিফটি আর সেঞ্চুরি রয়েছে ২টি। এবার বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সুযোগড় সাদমানের সামনে। সেপ্টেম্বরে বিসিবি হাইপারফরম্যান্স ইউনিটের বিপক্ষে তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ ও দুইটি চার দিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। এই লড়াইয়ে ‘এ’ দলের হয়ে খেলতে পারেন সাদমান।
সাদমান বলেন, ‘দেশের স্বার্থে লকডাউন দেওয়া হয়েছিল ওটা তো আমাদের মানতেই হবে। তো এখন যে রকম আমাদের সময় আছে চেষ্টা করছি এ সময়গুলো কীভাবে কাজে লাগানো যায়। সামনেও সময় আছে আশা করি নিজেকে প্রস্তুত করতে পারব।’
এদিকে করোনার কারণে ২০২১-২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের খুব বেশি ম্যাচ পায়নি বাংলাদেশ। সামনে ১২ ম্যাচ খেলবেন মুমিনুল হকরা। সাদমান আশা করছেন সামনে ভাল করবে দল। বলেন, ‘আগে আমরা এতো বেশি টেস্ট খেলার সুযোগ পেতাম না। তবে সাম্প্রতি আমাদের অনেক টেস্ট ছিল, সামনে অনেক টেস্ট আছে চ্যাম্পিয়নশিপের। আমার মনে হয় না যে কম টেস্ট আছে। যদি নিজেদের আরও বেশি প্রস্তুত করতে পারি, ভালো পারফর্ম করতে পারি তাহলে আরও বেশি টেস্ট আসবে। আমাদের আরও বেশি সুযোগ করে দেবে।’
Discussion about this post