১ম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে ওঠা হল না পাকিস্তানের। আসলে ৯৯ রানে অলআউটের ধাক্কা সামলে উঠা সহজ নয়। তারওপর দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ খেলেছেন স্মরনীয় এক ইনিংস। তাইতো দুবাইয়ে নিশ্চিত হারের মুখে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারছে না তারা। শুক্রবার তৃতীয় দিন শেষে ২য় ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে রান ১৩২। পাকিস্তান পিছিয়ে ২৮৬ রানে। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৫১৭ রান।
প্রোটিয়াস অধিনায়ক দুবাইয়ে পেরিয়ে গেলেন ইর্ষনীয় এক মাইলফলক। টেস্ট ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রানের মাইলফলক পেরোলেন। পাকিস্তানের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ২৩৪। নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন স্মিথ!
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ৯৯/১০ ও ২য় ইনিংস ১৩২/৪ (আজহার ১৯, ইউনুস ৩৬, মিসবাহ ৪২ ব্যাটিং, আসাদ ২৮ ব্যাটিং; স্টেইন ১/১৭)।
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৫১৭/১০ (পিটারসেন ২৬, স্মিথ ২৩৪, এলগার ২৩, ডি ভিলিয়ার্স ১৬৪, ডু প্লেসিস ১৭*; আজমল ৬/১৫১, ইরফান ৩/১০২)।
Discussion about this post