তিন মাসের মধ্যে দ্বিতীয়বার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, বিসিবি অফিস ও স্টেডিয়াম সংলগ্ন মার্কেটের বিদ্যুত্ লাইন কেটে দেয় বিদ্যুত্ অফিস। কোটি টাকার বিল বকেয়ায় বিদ্যুত্ লাইন বিচ্ছিন্ন
বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
জানা গেছে, ১ কোটি টাকার ওপর বিল বকেয়া। এ কারণেই গতকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত টানা প্রায় চার ঘণ্টা বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন ছিল। তবে কিস্তিতে অচিরেই ২০ লাখ টাকা দেওয়ার শর্তসাপেক্ষের পর ফের সংযোগ দেওয়া হয়।
বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে বিদ্যুত্ বিল নিয়ে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য। বিসিবির কথা, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম আর বিসিবি অফিসের বিদ্যুত্ বিলের দায়-দায়িত্বই শুধু তাদের। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের মনোভাবের কারণে তার সঙ্গে শেরেবাংলা স্টেডিয়ামে থাকা ৮৬টি দোকানের বিলও জুড়ে দিয়েছে। পুরো স্টেডিয়ামের মিটার একটি। কিন্তু বিসিবির দাবি ভিন্ন মিটার।
শেরেবাংলা স্টেডিয়ামের প্রশাসনিক কর্মকর্তা কর্নেল (অব.) জাকির বলেন, ‘আমরা কেন মার্কেটের বিল দেব? জাতীয় ক্রীড়া পরিষদকে বারবার বলা হয়েছে দুটি মিটার লাগাতে। তাহলে এ বিল নিয়ে যে সমস্যা তা আর থাকবে না।’
Discussion about this post