পরপর চার ম্যাচে বড় দলকে হারিয়ে প্রাইম দোলেশ্বর এবারের লিগের বড় চমক। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গাজী ট্যাংককে চরম নাটকীয়তায় ৩ রানে হারায় তারা। সমান পাঁচ ম্যাচে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বরের টানা চার জয়ের বিপরীতে গাজী ট্যাংকের দ্বিতীয় হার।
তবে প্রায় আধো অন্ধকারে কেন এ ম্যাচ খেলানো হল-তা নিয়ে গাজী ট্যাংক ম্যাচ শেষে তীব্র প্রতিবাদমুখর। দলের কর্মকর্তাদের দাবি-আধো অন্ধকারে যেখানে বলই দেখা যাচ্ছে না সেখানে খেলা শেষ করতে আম্পায়াররা এত বেশি আগ্রহী হয়ে উঠলেন কেন? তাও আবার এই প্রায় অন্ধকারের মধ্যে পেস বোলার বল করলেন! ব্যাপারগুলো ম্যাচটাকে প্রশ্নবিদ্ধ করে তুলল। শনিবার সকালে টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম দোলেশ্বর নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ২১১ রান। ধারাবাহিকভাবে সফল রুবেল এবার নিলেন ৪ উইকেট। দুটি করে উইকেট মাহমুদুল্লাহ এবং আরাফাত সানির। জবাবে ব্যাট করতে নেমে গাজী ট্যাংক ৩১ ওভারে ৩ উইকেটে তুলেছে ১১৫ রান। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি আইনে তাদের টার্গেট দাড়ায় ৩৬ ওভারে ১৪৬। কিন্তু ১৪২ রানে থেমে যায় তারা।
সংক্ষিপ্ত স্কোর–
প্রাইম দোলেশ্বর : ২১১/৯, ৫০ ওভার (মেহেদি মারুফ ৬০, মমিনুল ৩৪, রোশান সিলভা ৬৫, সাম্পাথ ১৫; রুবেল ৪/৫৩, আরাফাত সানি ২/২৯, মাহমুদউল্লাহ ২/৪৬)।
গাজী ট্যাংক : ১৪২/৯, ৩৬ ওভার (ইমরুল ১৩, ওসমান তারিক ২৫, স্কট স্টাইরিস ৪০, মাহমুদউল্লাহ ৩১; সোহাগ গাজী ২/১৬, হাসান্থ ফার্নান্ডো ২/২৬, ফরহাদ রেজা ৩/১৮)। ফল : ডি/এল মেথডে প্রাইম দোলেশ্বর ৩ রানে জয়ী। ম্যাচসেরা : ফরহাদ রেজা।
Discussion about this post