ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরু হয়ে গেছে নিউজিল্যান্ড সফরের ব্যস্ততা। বুধবার সকালে কিউইদের মুখোমুখি বাংলাদেশ দল। তার আগে অনুশীলন আর আড্ডায় সময় কেটেছে বাংলাদেশ দলের। নেপিয়ারে সেই আড্ডার মধ্যমনি জাতীয় দলের সাবেক ক্রিকেটার আল শাহরিয়ার রোকন। যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরই বাস করছেন নিউজিল্যান্ডে। নেপিয়ারে দুই সন্তান আর স্ত্রী নিয়ে তার সংসার।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে গেলে তাদের সঙ্গে আড্ডা জমে উঠে আল শাহরিয়ার রোকনের। এবারো মুশফিক-তামিমদের সময় দিচ্ছেন তিনি। রোকনের সঙ্গে নেপিয়ারে ক্রিকেটারদের সময় কাটানো মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমেও উঠে এসেছে।
মঙ্গলবার রোকনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেলফিতে দেখা গেছে- তার সঙ্গে আড্ডা দিচ্ছেন নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা বাংলাদেশের ১০ ক্রিকেটার। তারা হলেন-তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান ও নাঈম হাসান।
সঙ্গে আছেন বাংলাদেশ দলের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটও। রোকনের ফেসবুক পেজের সেই সেলফি তুলেছেন মেহেদী হাসান মিরাজ। ছবির ক্যাপশনে রোকন লিখেন, ‘আড্ডা।’
আল শাহরিয়ার রোকন ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত খেলেন জাতীয় দলে। ১৫টি টেস্টে ৪ হাফ সেঞ্চুরিতে করেন ৬৮৩ রান ও ২৯টি ওয়ানডে খেলে ২ হাফ সেঞ্চুরিতে তুলেছেন ৩৭৪ রান।
Discussion about this post