দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন পাকিস্তানের সমর্থকরা। কেননা, টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে তাদের সেরা তারকাটি যে ইনজুরিতে। তারওপর দিনকয়েক আগে এই ঢাকাতেই এশিয়া কাপ নিজের সেই সহজাত ব্যাটিং ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। সেই শহিদ আফ্রিদির ইনজুরি তো দুশ্চিন্তায় ফেলবেই পাকিস্তানি ফ্যানদের।
কিন্তু দেশটির সমর্থকদের জন্য স্বস্তির খবর-কুঁচকির চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন আফ্রিদি। শনিবার দেখা গেল তাকে মাঠে। ২১ মার্চ চির প্রতিদ্ধন্দী ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আপাতত তার ভাবনাতে মিরপুরের সেই ২০ ওভারের লড়াই।
নিজের ইনজুরি নিয়ে আফ্রিদি যেমনটা বললেন শনিবার ‘চোটের পর প্রথম অনুশীলনে নামলাম। মনে হচ্ছে আমি ৯০ ভাগ ফিট। বাকীটুকুও ফিরে পাব।’ শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নয়, শিরোপাতেও চোখ আফ্রিদির। জানালেন, ‘দলকে ফের ট্রফি এনে দিতে লড়ে যাবো। ২০০৯ সালের পুনরাবৃত্তি করতে চাই। শিরোপা নিয়ে দেশে ফিরতে চাই আমরা।’
সেই জয়ে বড় ভুমিকা ছিল এই হার্ডহিটার ব্যাটসম্যানের। আরো একবার নিজেকে দেখানোর পালা আফ্রিদির।
Discussion about this post