ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তাকে নিয়ে আলোচনার শেষ নেই! এমন কী তিনি এশিয়া কাপে খেলতে পারবেন কীনা এটা নিয়েও আছে ঘুঞ্জন। শঙ্কা কেটেছে-আঙুলের চোট নিয়েই সংযুক্ত আরব আমিরাতে মাঠ মাতাবেন সাকিব আল হাসান। দলের সঙ্গে এখন তিনি আছেন দুবাইয়ে। মঙ্গলবার অনুশীলেনও দেখা গেল এই অলরাউন্ডারকে।
প্রথম দিনের অনুশীলন যোগ দিয়ে শিরোপা জয়ের প্রত্যয় থাকল সাকিবের কথা। তিনি জানালেন, ‘দেখুন, আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চাই। তবে অবশ্যই আমাদের লক্ষ্য এশিয়া কাপের শিরোপা। ট্রফি জিততে হলে আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে। সবার আগে মাঠের কাজটা ঠিক মতো করতে চাই।’
১৫ সেপ্টেম্বর এশিয়া কাপ মিশনে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ তে প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপে আফগানিস্তানের সঙ্গেও লড়বে টাইগাররা। তার আগে সাকিব বলেন, তিনি বলেন, ‘এর আগেও আমরা আফগানদের বিপক্ষে খেলেছি। আমরা জানি ওদের শক্তি আর পরিকল্পনা কেমন হয়। টি-টুয়েন্টিতে ওরা ভয়ঙ্কর দল।।’
একইভাবে এশিয়া কাপ প্রবাসী বাংলাদেশীদেরও সমর্থন চাইলেন সাকিব। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে অনেক বাংলাদেশিই থাকেন। আশা করছি তারা মাঠে এসে খেলা দেখবেন এবং আমাদের সমর্থন করবেন।’
এদিকে মাশরাফি, মুশফিক, সাকিবরা যখন অনুশীলনে ব্যস্ত তখন আমিরাতের ভিসার অপেক্ষায় রয়েছেন তামিম ইকবাল। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এনিয়ে বলেন,‘বিষয়টা পুরোপুরি আরেকটা দেশের। আমাদের দেশের বিষয়, আমাদের ভিসার বিষয় হলে তখন আমাদের সরকারের সঙ্গে কথা বলতে পারি। ভিসার অথরিটি হচ্ছে ইউএই দূতাবাস এবং ইভেন্ট অথরিটি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তারা সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছে।’
Discussion about this post