ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোববার লটারিতে মাশরাফি বিন মর্তুজাকে কিনে নিয়েছে জেমকন খুলনা। তার পরও টুর্নামেন্টে অংশ নিতে করোনা রিপোর্ট একটি বাধা ছিল তার। সেটি পার হয়ে গেছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। তাই আজ সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিতে বাধা নেই মাশরাফির।
করোনা নেগেটিভ হয়ে মাশরাফি সোমবারই মিরপুরে অনুশীলন করেছেন। জেমকন খুলনার অনুশীলন না থাকলেও মাশরাফি অনুশীলন করেছেন ব্যক্তিগত উদ্যোগে। সেই লক্ষ্যে তিনি মাঠে আসেন সোমবার বেলা ১টায়। কিছুক্ষণ ওয়ার্মআপ করার পর শুরু করেন বোলিং। শুরুতে অল্প রান আপে বোলিং করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গতি ও রানআপ বাড়িয়েছেন। অবশ্য সব কিছু নিখুঁত করতে ভিন্ন কৌশলও অবলম্বন করেন তিনি। বোলিংয়ের সময় ল্যান্ডিং ঠিক হচ্ছে না কিনা জানতে কাছে একটি চেয়ারে বসিয়ে দেন ক্যামেরা। যেন পরে ত্রুটি গুলো বিশ্লেষণ করতে পারেন।
চেয়ারে ক্যামেরা বসিয়ে নিজের ল্যান্ডিংও পরখ করেছেন মাশরাফি।দীর্ঘ বিরতির পর গত ১ ডিসেম্বর বোলিং শুরু করেন মাশরাফি। এর পর থেকে মিরপুরের একাডেমি ও সিটি ক্লাব মাঠে চলে তার অনুশীলন। অবশ্য এমন কঠোর অনুশীলনের কারণ তো রয়েছেই। তারকা ভরা জেমকন খুলনার জার্সিতে মাশরাফি সতীর্থ হিসেবে পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে।
মঙ্গলবার নিজেদের সপ্তম ম্যাচে জেমকন খুলনা মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রামের। মিরপুর শেরে বাংলায় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে। হয়তো এই ম্যাচ দিয়েই বিরতি ভাঙবেন মাশরাফি।
মাশরাফি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত মার্চে। ওই সিরিজে ওয়ানডের অধিনায়কত্বকে বিদায় দিয়েছিলেন। এর পর মার্চে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলেছিলেন। এতদিন যেটি ছিল মাশরাফির প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ। কুড়ি ওভারের ম্যাচ হিসেব করলে মাশরাফির শেষ ম্যাচ বঙ্গবন্ধু বিপিএলে। চলতি বছর জানুয়ারিতে ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল খেলেছিলেন। ওই টুর্নামেন্টে ১৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।
Discussion about this post