ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের ম্যাচেই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তার। এক ওভারে দিয়েছিলেন ৩০ রান। সব মিলিয়ে ৪ ওভারে ৫০। কিছুটা সমালোচনাও হচ্ছিল। তবে সবকিছুর কড়া জবাব দিলেন সাকিব আল হাসান। বল হাতে স্পিন যাদুতে সোমবার অস্ট্রেলিয়া বধের নায়ক তিনি। দলকে ৬০ রানের বড় জয়টা তো এই বাঁহাতি স্পিনারই এনে দিয়েছেন।
এই জয়ের ম্যাচে মিরপুরে অনন্য কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করলেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার গড়লেন ইতিহাস।
ম্যাচে অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড ও অ্যাস্টন টার্নারকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি করেন সাকিব। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে টি-টুয়েন্টিতে একশ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে এই ফরম্যাটে ব্যাটিংয়ে এক হাজার রান ও একশ উইকেট নেওয়ার যে কীর্তি গড়েন তা আর কারও নেই।
সব মিলিয়ে ৮৪ আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে সাকিবের সংগ্রহ ১৭১৮ রান। বল হাতে নিয়েছেন ১০০ উইকেট। এই ফরম্যাটে উইকেট শিকারির তালিকায় সাকিব দুই নম্বরে। ১০৭ উইকেট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ৯৯ উইকেট নিয়ে এরপরই টিম সাউদি। শহীদ আফ্রিদির উইকেট ৯৮টি।
সন্দেহ নেই, মালিঙ্গাকে টপকে শীর্ষে যাওয়া এখন সাকিবের জন্য সময়ের ব্যাপার মাত্র। আসছে মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। যেখানেও সফরকারীরা খেলবে ৫টি টি-টুয়েন্টি। কে জানে সেই সিরিজেই হয়তো টি-টুয়েন্টির শীর্ষ উইকেট সংগাহক হতে পারেন সাকিব।
Discussion about this post