অবশেষে স্বস্তির পরশ বুলিয়ে গেল! অপেক্ষা শেষে অভিজাত এক মাইলফলকে পা রাখলেন সাকিব আল হাসান। এই তারকা ক্রিকেটার স্পর্শ করলেন টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট। একইসঙ্গে হয়ে গেল অসাধারণ এক ডাবল। প্রতিযাগিতামূলক টি-টুয়েন্টিতে ৪ হাজার রান আর ৩০০ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় অলরাউন্ডার তিনি।
এর আগে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ১৪ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এরপর থেকে ১টি উইকেটের অপেক্ষায় ছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের এই ক্রিকেটার গত দুটি ম্যাচে দেখা পাননি উইকেটের। কিন্তু মঙ্গলবার পেয়ে গেলেন উইকেটের দেখা। মুম্বাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে বিপক্ষে ম্যাচে নিজের প্রথম ওভারেই ফেরান রোহিত শর্মাকে।
ইতিহাস জানাচ্ছে টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট ছিল চারজনের। ৩৭৮ ম্যাচে ৪১৪ উইকেট নিয়ে টি-টুয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি ডোয়াইন ব্রাভো। ২৫৬ ম্যাচে ৩৪৮ উইকেট নিয়ে এরপরই মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর লাসিথ মালিঙ্গা। ২৭৬ ম্যাচে সুনিল নারিনের শিকার ৩২৪ উইকেট। ২৭৪ ম্যাচে শহিদ আফ্রিদির ৩০০ উইকেট নিয়েছেন। এবার তাদের সঙ্গে যোগ হল সাকিবের নাম।
৩০০ উইকেট আর ৪ হাজার রান কেবলই ছিল ব্রাভোর। এখানে এবার পা রাখলেন সাকিব। সাকিব ৩০০ স্পর্শ করলেন ২৬০ ম্যাচে। ২০১৩ ক্যারিয়ান প্রিমিয়ার লিগে বারবাডোজ ট্রাইডেন্টসের পক্ষে ৬ রানে ৬ উইকেট সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং। তারও আগে ২০০৬ সালে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি ম্যাচেই তার অভিষেক। তারপর দেশের পাশাপাশি আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি, সিপিএল, পিএসএল ও এসএলপিএলে খেলেছেন সাকিব।
Discussion about this post