ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আসছে বছর আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই মিশনের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বরিশালে নামবে জুনিয়র টাইগাররা। তার অংশ হিসেবে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেখানে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক আকবর আলির। দলে নেই তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব ও শামিম হাসান।
বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শনিবার শুরু হবে যুবাদের চার দিনের প্রথম টেস্ট। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ম্যাচটি গড়াবে ২ নভেম্বর। এরপর একই ভেন্যুতে ৯ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ। পরে ১৪, ১৭ ও ১৯ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে শেষ তিনটি ম্যাচ।
টেস্ট সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-
অমিত হাসান (অধিনায়ক), সাজিদ হোসেন সিয়াম, আলভি হক, প্রিতম কুমার, শাহাদাত হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, মেহরাব হাসান, মিনহাজুর রহমান, নাঈমুর রহমান নয়ন, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, আসাদুল্লাহ হিল গালিব, শাহিন আলম, নোমান চৌধুরী।
স্ট্যান্ডবাই:
অনিক সরকার, মেহেদী হাসান, আশিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আইচ মোল্লা।
Discussion about this post