ইনজুরিতে নিয়ে মাঠের বাইরে সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিতে তার খেলার সম্ভাবনা নেই। তাইতো অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সবারই প্রশ্ন-সাকিবের জায়গায় কে নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে?
সেই প্রশ্নের উত্তর মিলল। টেস্টে সাকিবের সহকারী লিটন দাসকেই দেখা যাবে নেতৃত্বে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনই ইঙ্গিত দিয়েছেন। বিসিবি সভাপতি বলেন,‘সাকিব আল হাসান চোটে থাকাতে সহ-অধিনায়ক যে, সেই হবে অধিনায়ক। লিটন দাস সহ-অধিনায়ক, আমিতো সেটাই জানি। অন্য কিছু এখনো শুনি নাই, না শুনলে কীভাবে বলব।’
রাজধানীতে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের ১০ বছর ফুর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নে এই উত্তর দেন পাপন। এইতো গত বছর মুমিনুল হককে সরানো হয় টেস্টের অধিনায়ক পদ থেকে। এরপর সাকিবকে করা হয় অধিনায়ক। লিটনকে সহ-অধিনায়ক।
এমনিতে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত নেতৃত্ব দেননি লিটন দাস। তবে ওয়ানডে আর টি-টুয়েন্টিতে নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে এই উইকেট কিপার-ব্যাটসম্যানের। ওয়ানডেতে ৩ ম্যাচ ও টি-টুয়েন্টিতে ১ ম্যাচ নেতৃত্ব দিয়েছেন লিটন।
আগামী ১৪ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক মাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
Discussion about this post