ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ২০২৪ মৌসুমে যেন একের পর এক চমক উপহার দিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার এক মৌসুমেই তিনজন ভিন্ন অধিনায়কের অধীনে খেলতে হচ্ছে দলটিকে। ডিপিএলের সুপার লিগ পর্ব শুরুর আগে নতুন করে অধিনায়ক হয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
সিজন শুরু হয়েছিল তামিম ইকবালের নেতৃত্বে। দীর্ঘদিন পর ঘরোয়া লিগে ফিরে মোহামেডানের হাল ধরেছিলেন তিনি। কিন্তু মার্চের ২৪ তারিখ মাঠে ম্যাচ চলাকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এই অভিজ্ঞ ওপেনার। এরপর থেকে মাঠের বাইরে তামিম, ছিটকে যান পুরো আসর থেকেই।
পরবর্তী দায়িত্ব পান উদীয়মান ব্যাটার তাওহীদ হৃদয়। তার অধীনেই ঘুরে দাঁড়ানো শুরু করে মোহামেডান। দীর্ঘ ৯ বছর ও ১১ ম্যাচ পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে আলোচনায় আসে দলটি। তবে সেই ঐতিহাসিক ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে হৃদয়কে গুনতে হয়েছে বড় মাশুল—দুই ম্যাচ নিষেধাজ্ঞা ও ৮০ হাজার টাকা জরিমানা।
ফলে সুপার লিগের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে অধিনায়ক হিসেবে দলের হাল ধরছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, দলের আরেক অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম জাতীয় দলের ক্যাম্পে ব্যস্ত থাকায় নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই তারও।
সবকিছু মিলিয়ে এই মৌসুমে এক অনন্য অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে মোহামেডান।
Discussion about this post