ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিরাট কোহলি মানেই ব্যাট হাতে রান উৎসব। নিত্য নতুন রেকর্ডেরও জন্ম দিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক। কিন্তু নিউজিল্যান্ড সফরে চেনাই যাচ্ছে না তাকে। বিস্ময়কর হলেও সত্য গত চার বছরের মধ্যে ওয়ানডের কোনো সিরিজে সবচেয়ে কম গড়ে রান তুলেছেন তিনি। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৬ গড়ে করেন মাত্র ৪৯ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে তার রান গড় ২৫।
একইসঙ্গে হতাশ করেছে তার দল। ভারত ৩১ বছরের মধ্যে প্রথম ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জার পড়ল। চলতি নিউজিল্যান্ড সফরে ভারতীয় দল যেমন জয়ের মুখ দেখেনি। হ্যামিল্টনে সিরিজের প্রথম ম্যাচে ফিফটির দেখা পেলেও বাকি দুই ম্যাচে ব্যর্থ বিরাট।
প্রথম ম্যাচে করেন ৫১ রান। দ্বিতীয় ম্যাচে অকল্যান্ডে ১৫। মঙ্গলবার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে ৯। তিন ম্যাচে ২৫ গড়ে করেন মাত্র ৭৫।
মঙ্গলবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের শেষ ওয়ানডেতে ২৯৬ রান তাড়ায় ৫ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজ কিউইরা জিতল ৩-০ ব্যবধানে।
ইতিহাস জানাচ্ছে-১৯৯৭ সালে সবশেষ হোয়াইটওয়াশড হয় ভারত। শ্রীলঙ্কা সফরে প্রথম দুটি ম্যাচ হারে তারা। তৃতীয় ম্যাচটি হেরে যায় সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৫০ ওভারে ২৯৬/৭ (পৃথ্বী ৪০, মায়াঙ্ক ১, কোহলি ৯, শ্রেয়াস ৬২, রাহুল ১১২, মনিশ ৪২, জাদেজা ৮*, শার্দুল ৭, সাইনি ৮*; সাউদি ৯-০-৫৯-০, জেমিসন ১০-০-৫৩-১, বেনেট ১০-১-৬৪-৪, ডি গ্র্যান্ডহোম ৩-০-১০-০, স্যান্টনার ১০-০-৫৯-০)
নিউজিল্যান্ড: ৪৭.১ ওভারে ৩০০/৫ (গাপটিল ৬৬, নিকোলস ৮০, উইলিয়ামসন ২২, টেইলর ১২, ল্যাথাম ৩২*, নিশাম ১৯, ডি গ্র্যান্ডহোম ৫৮*; বুমরাহ ১০-০-৫০-০, সাইনি ৮-০-৬৮-০, চেহেল ১০-১-৪৭-৩, শার্দুল ৯.১-০-৮৭-১, জাদেজা ১০-০-৪৫-১)
ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ৩-০ তে জয়ী
ম্যাচসেরা: হেনরি নিকোলস
Discussion about this post