ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার কারণে জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটারই পড়েছেন অর্থ সংকটে। এরই মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটারদের সবাইকে এককালীন ৩০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তারপরও শতাধিক ক্রিকেটারের দিন কাটছে নিদারুণ সংকটে। এমতাবস্থায় প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে যারা বোর্ডের কাছ থেকে বেতন পান, সেই ৯১ ক্রিকেটাররা সবাই একসঙ্গে পেলেন তিন মাসের বেতন।
বিসিবির এমন উদ্যেগে হয়তো সবাই মনে করছেন করোনা পরিস্থিতিতে প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিভুক্ত ক্রিকেটারদের তিন মাসের বেতন অগ্রিম দিয়েছে। এ ব্যাপারে বোর্ড সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনের সাথে যোগাযোগ করা হলে তিনি পরিস্কার করে কিছু বলতে পারেননি, ‘নাহ, বেতন অগ্রিম দেয়ার বিষয়টি আমার জানা নেই।’ খোঁজ নিয়ে জানা গেছে, সত্যিই তিন মাসের বেতন অগ্রিম দেয়া হয়নি। তবে ক্রিকেটাররা একসঙ্গে তিন মাসের অর্থই পেয়েছেন।
বিসিবির কাছ থেকে অগ্রিম তিন মাসের বেতন পেয়ে তুষার ইমরান ও আব্দুর রাজ্জাক দারুণ খুশি। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বাধিক সেঞ্চুরির মালিক তুষার ইমরান বলেন, ‘আমার একাউন্ট যে ব্যাংকে, সেখান থেকে এসএমএস দেয় না। তাই ঠিক কত জমা হয়েছে আমি জানি না। তবে শুনেছি, এবার আমাদের তিন মাসের বেতন একসঙ্গে দিয়ে দেয়া হয়েছে।’
এদিকে দেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি এ বাঁহাতি স্পিনার রাজ্জাক জানিয়েছেন, ‘আসলে প্রতিবছর এটা নতুন করে দেয়া হয়। হয়তো কিছু পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন হয়। কারো নাম বাদ পড়ে। কিছু সংযোজন ঘটে। সেটা নতুন বছরের প্রথম মাস মানে জানুয়ারিতে হয়।’
রাজ্জাক আরও বলেন, ‘সেই তালিকা অনুযায়ী আমরা ঐ বছরের বেতন পাই। তবে টাকা পেতে পেতে আমাদের মার্চ-এপ্রিল হয়ে যায়। কোনবার মে জুনেও পেয়েছি। এবারও জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চে বেতন হয়নি। তবে কদিন আগে জানুয়ারী থেকে মার্চ- এই তিন মাসের বেতন একসঙ্গে দিয়ে দেয়া হয়েছে। কাজেই এটা অগ্রীম বেতন নয়। কিন্তু আমরা তিন মাসের বেতন একসঙ্গে পেয়েছি। বর্তমান পরিস্থিতিতে সেটাও ভাল। এক ধরনের স্বস্তি।’
Discussion about this post