ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়েও এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটের সূচি চূড়ান্ত করেছে বোর্ড। নতুন পরিকল্পনায় আলাদা করে বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে টুর্নামেন্টের জন্য স্লট রয়েছে।
জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ২০২২-২৩ মৌসুমের ক্রিকেট শুরু। ১৫ অক্টোবর সাত বিভাগীয় দল ও ঢাকা মেট্রো নিয়ে শুরু হবে দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতা। দুই স্তরে ডাবল লিগ পদ্ধতিতে হবে মাঠের লড়াই।
এরপরই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চারদিনের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ১ ডিসেম্বর থেকে চার দল নিয়ে সিঙ্গেল লিগ পদ্ধতিতেমাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের এই আয়োজন। জাতীয় লিগের সেরা ক্রিকেটারদের বাছাই করে প্লেয়ার্স ড্রাফট করে চার দল তৈরি করা হবে। ৪ দিনের প্রতিযোগিতার পর সিঙ্গেল লিগ ফরম্যাটে হবে ওয়ানডে টুর্নামেন্ট।
এর আগেই জানা গিয়েছিল- তিন মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর তারিখ ঠিক করা হয়। সামনের আসর শুরু হচ্ছে সামনের বছর ৫ জানুয়ারি। বিসিবির বোর্ডসভা শেষে রোববার এই তথ্য দেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।
নবম আসর ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। পরের বছর দশম আসর শুরু ৬ জানুয়ারি। শেষ ১৭ ফেব্রুয়ারি। ২০২৫ সালের বিপিএল শুরু হবে ১ জানুয়ারি। ফাইনাল ১১ ফেব্রুয়ারি।
প্রতি বছর সাত ফ্র্যাঞ্চাইজি খেলবে বলে জানাল বিসিবি। প্রতিটি দলের সঙ্গেই তিন বছরের জন্য চুক্তি করবে বোর্ড। সামনের সপ্তাহেই বিজ্ঞাপনের মাধ্যমে নতুন ফ্র্যাঞ্চাইজি আহ্বান করবে বিসিবি। পুরোনো ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে নতুন কোম্পানিও থাকবে।
ফ্র্যাঞ্চাইজি নিয়ে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
Discussion about this post