করোনাকালেও বেশ ব্যস্ত সূচিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দিন কয়েকের বিশ্রাম। তারপরই যুব ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে টাইগার যুবারা। আগামী মাসেই মাঠের লড়াই।
সব ঠিক থাকলে ৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। জৈব সুরক্ষা বলয়ে চলবে মাঠের লড়াই। অবশ্য করোনার এই দুঃসময়ে এছাড়া উপায়ও নেই।
সময়ের হিসাব বলছে, সপ্তাহ খানেকের বিশ্রাম পাবে যুবারা। গত শনিবার দেশের মাঠে আফগানদের বিপক্ষে সিরিজ শেষ করেছে তারা। দেশের মাঠে ৫ ম্যাচে যুব ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জিতলেও যুব টেস্টে হেরে গেছে বাংলাদেশের যুবারা।
শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে স্বাগতিকদের মুখোমুখি জুনিয়র টাইগাররা। ১৫ অক্টোবর সিরিজ শুরু। পরের ম্যাচগুলো যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর।
এই সিরিজের লক্ষ্য একটাই আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের প্রস্তুতি। লঙ্কানরাও এই সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে। কলম্বোতে প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। দলটির কোচ সাবেক ব্যাটসম্যান আভিশকা গুনাবর্ধনে, ফিল্ডিং কোচ সাবেক অললাউন্ডার উপুল চন্দনা ও পেস বোলিং কোচ সাবেক পেসার চামিলা গামাগে।
Discussion about this post