শেষ পর্যন্ত অনাকাংখিত বৃষ্টি সব শেষ করে দিল। লড়তেও দিল না বাংলাদেশ ‘এ’ দলকে। তৃতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৭৫ রানে জিতেছে ভারত ‘এ’ দল।
সুরেশ রায়নার সেঞ্চুরিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।
রোববার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ভারত। তারা ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে তুলে ২৯৭ রান করে ভারত। ১০৪ রান করেন সুরেশ রায়না। ফর্মের দেখা পেলেন এই তারকা ব্যাটসম্যান। ১০ ওভারে ৫৬ রান দিয়ে দুই উইকেট নেন শফিউল ইসলাম। একটি করে উইকেট নিয়েছেন নাসির, আরাফাত সানি, রুবেল হোসেন এবং আল আমিন।
এরপর বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারেই নেমে আসে বৃষ্টি! শেষ পর্যন্ত ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ২৯০। কিন্তু বৃষ্টির অত্যাচার এখানেই শেষ নয়, ইনিংসের ৩২ ওভার শেষে ফের বৃষ্টি! তখন বাংলাদেশের রান ৬ উইকেটে ১৪১ রান। এরপর আর খেলা শুরু না হওয়ার বৃষ্টি আইনে জিতে স্বাগতিকরা।
ম্যাচে অধিনায়ক মুমিনুল হক করেন ৩৭ রান। লিটন দাস ২১ ও নাসির হোসেন ২২ রান করেন। সাব্বির রহমান লড়ে করেন অপরাজিত ৪১।
Discussion about this post