সপ্তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সেই (কেকেআর) খেলবেন সাকিব আল হাসান। বুধবার বেঙ্গালুরুতে আইপিএল নিলামে বাংলাদেশের এই অলরাউন্ডারকে কিনে নিয়েছে নাইট রাইডার্স।
সাকিবের ফ্লোরপ্রাইস (সর্বনিম্ম মুল্য) ছিল ১ কোটি রুপি। তাই দিয়ে শুরু হয় নিলামের ডাক। দিল্লি ডেয়ারডেভিলস ও নাইট রাইডার্সের মধ্যে চলে নিলাম। শেষ পর্যন্ত এই অলরাউন্ডারের দাম উঠে দাম উঠে ২ কোটি ৮০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে তিন কোটি টাকা। এদিকে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবালকে কিনেনি কোন দলই। তামিমের ফ্লোর প্রাইস ছিল ৫০ লাখ রুপি। কিন্তু এই দামেও অবিক্রিত থাকলেন তিনি।
গত দুই আইপিএলে পুনে ওয়ারিয়র্সে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি তামিমের।
এর আগেও কলকাতার এই দলটির হয়ে খেলেছেন সাকিব। ২০১১ সালে নাইট রাইডার্স সাকিবকে কিনেছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকায়। এবার অবশ্য নিলামের জন্য সাকিবকে ছেড়ে দিয়েছিল নাইট রাইডার্স।
Discussion about this post