ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০২১ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। সোমবার দুবাইয়ে আইসিসির বোর্ডসভা শেষে নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন ও আয়োজক নির্বাচনের সিদ্ধান্তটি জানা গেছে। দুই বছর পর পর বসবে এই বিশ্বকাপ।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এর পথ ধরে মেয়েদের অংশগ্রহণ আরও বাড়বে আর অনেক তরুণী ক্রিকেটার উঠে আসার পথ তৈরি হবে বলে মনে করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
২০১১ সালে বিশ্বকাপ ও ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ আর ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সফল আয়োজক ছিল বাংলাদেশ। তার পথ ধরে প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব বাংলাদেশকে দিয়েছে আইসিসি।
আইসিসি দ্রুতই সদস্য দেশগুলোকে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল গঠন প্রক্রিয়া শুরু করার বার্তা দেবে। যেখানে থাকবে অনূর্ধ্ব পর্যায়ে নানা ধরনের টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনাও।
Discussion about this post