সামনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট সুচী। এইতো আগামী মাসেই মুশফিকুর রহীমরা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এরপর দেশে ফিরেই আবার ব্যস্ততা। কেননা, ১৭ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
বুধবার সফরসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০০৫ সালের পর পুর্নাঙ্গ সফরে আসছে জিম্বাবুয়ে দল।
লম্বা সুচী। প্রথমে তিন টেস্ট। তারপর পাঁচটি ওয়ানডে। ২৬ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ৩ নভেম্বর। দুটি টেস্টই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি শুরু ১১ নভেম্বর।
১৯ নভেম্বর একই মাঠে শুরু ওয়ানডে সিরিজ।
২৯ নভেম্বর বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ান ক্রিকেট দল।
সিরিজের সূচি-
২৬-৩০ অক্টোবর, প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩-৭ নভেম্বর, দ্বিতীয় টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১১-১৫ নভেম্বর, তৃতীয় টেস্ট, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৯ নভেম্বর, প্রথম ওয়ানডে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২১ নভেম্বর, দ্বিতীয় ওয়ানডে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৩ নভেম্বর, তৃতীয় ওয়ানডে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৬ নভেম্বর, চতুর্থ ওয়ানডে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৮ নভেম্বর, পঞ্চম ওয়ানডে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
Discussion about this post