মুল কোচের সঙ্গে এবার নতুন বোলিং কোচও পেয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল। চন্ডিকা হাতুরাসিংহের পর এবার নিয়োগ পেলেন নতুন বিশেষজ্ঞ বোলিং কোচ হিথ স্ট্রিক। জিম্বাবুয়ের সাবেক এ পেসারের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০০৯ সালে কিছুদিনের জন্য জিম্বাবুয়ের বোলিং কোচ ছিলেন স্ট্রিক।
বোর্ডর গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস সোমবার জানান, আগামী দুই বছরে মোট ৪৫০ দিন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন স্ট্রিক।
জিম্বাবুয়ের হয়ে ১৮৯টি ওয়ানডে ও ৬৫টি টেস্ট খেলেছেন হিথ স্ট্রিক। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ৪ হাজার ৯৩৩ আর উইকেট ৪৫৫।
দ্বায়িত্বটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি। ক্রিকইনফোর সঙ্গে বলছিলেন, ‘আমি বাংলাদেশের হয়ে কাজ করাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমার চোখ সামনের দিকে।’
Discussion about this post