বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্টিত হল শনিবার। যমুনা টিভির ক্রীড়া বিভাগের প্রধান হাসান উল্লাহ খান রানা ১০২ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ধন্দী পাক্ষিক ক্রীড়াজগতের নির্বাহী সম্পাদক আরিফ সোহেল পেয়েছেন ৬২ ভোট। দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সনৎ বাবলা ৮৯ ভোট পেয়ে হয়েছেন সাধারণ সম্পাদক। তার প্রতিদ্বন্দ্বী আলোকিত বাংলাদেশ-এর সিনিয়র রিপোর্টার সেকেন্দার আলী পেয়েছেন ৭৭ ভোট।
এদিকে সহ-সভাপতি হয়েছেন তালহা বিন নজরুল (ক্রীড়া সম্পাদক, দৈনিক মানবজমিন) ৯৪ ভোট এবং কাজী শহিদুল আলম (ক্রীড়া সম্পাদক, আজকালের খবর) ৮৭ ভোট।
যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন বণিক বার্তার সিনিয়র রিপোর্টার মাহবুব সরকার (৯৩ ভোট) এবং দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সোহেল শাহরিয়ার চঞ্চল (৯১ ভোট)।
অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাকীবুর রহমান (৮৮ ভোট), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিটন (৮৭ ভোট) এবং দফতর সম্পাদক মো. কবিরুল ইসলাম (৯৩ ভোট)।
এছাড়া আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- ইকরামউজ্জামান (১২১ ভোট), সেলিম নজরুল হক (৯২ ভোট), আমিনুল হক মল্লিক (১০১ ভোট), খায়রুল ইসলাম শাহীন (৯৬ ভোট), মো. আনোয়ার উল্লাহ (৯০ ভোট), সাহাবউদ্দিন সাহাব (৯৩ ভোট) রফিকুল ইসলাম মিঞা (১১৩ ভোট), সানাউল হক খান (৮৩ ভোট), মাহমুদুল হাসান শামীম (৮৩ ভোট) এবং জিয়াউদ্দিন সাইমুম (৭৯ ভোট।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
Discussion about this post