তাহলে শেন জার্গেনসনের উত্তরসুরী হচ্ছেন চান্দিকা হাতুরাসিংহে। বাংলাদেশের নতুন কোচের নাম ঘোষণাটা এখন সময়ের ব্যাপার মাত্র। সব কিছু ঠিক থাকলে সোমবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ঘোষণা অফিসিয়ালি দেবে।
হাতুরাসিংহের সঙ্গে বোর্ড কর্তাদের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। পারিশ্রমিক কত দেওয়া হবে, আনুষঙ্গিক সুযোগ-সুবিধা কী থাকছে-সেই আলোচনাও শেষ। শুক্রবার বিকেলে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে জানালেন, ‘সোমবার ঘোষণা করা হবে জাতীয় ক্রিকেট দলের নতুন কোচের নাম।’
শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার হাতুরাসিংহের পাশাপাশি বোর্ডের তালিকায় আছেন অস্ট্রেলিয়ান-মাইকেল বেভান। তার সঙ্গেও কথাবার্তা এগিয়ে রেখেছে বিসিবি।
১ জুলাইয়ের আগেই দলের দ্বায়িত্ব নেবেন নতুন কোচ। এ কারনে ভারতের সঙ্গে ১৫ জুন যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকছেন সারোয়ার ইমরান। তবে সেই সিরিজেও বিদেশী কোচ দলের সঙ্গে থাকার সম্ভাবনার কথাও বললেন বিসিবি প্রধান।
শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলেছেন ব্যাটসম্যান ও মিডিয়াম পেসার হাতুরাসিংহে। এখন তিনি অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের সহকারী কোচ ও বিগ ব্যাশের সিডনি থান্ডারের প্রধান কোচ।
Discussion about this post