এইতো কিছুদিন আগেই নিউজিল্যান্ডকে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে। এবার সেই কিউইদের কাছেই ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। হ্যামিলটনের সেডান পার্কে মঙ্গলবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতকে অনায়াসে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করে তারা।
প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৮ রান তুলেছিল। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়েই ১১ বল হাতে রেখে ২৮০ রান তুলে ম্যাচ আর সিরিজ দুটিই জিতে নেয় স্বাগতিকরা। রস টেলরের করেন অপরাজিত ১১২ রান।
মাঠের বাইরে ভারতীয় ক্রিকেট কর্তারা দাপট দেখালেও মাঠে ভারতীয় ক্রিকেটাররা ফ্লপ!
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ২৭৮/৫, ৫০ ওভার (ধোনি ৭৯*, জাদেজা ৬২*, রোহিত ৭৯, রায়ডু ৩৭; সাউদি ২/৩৬, মিলস ১/৪২)।
নিউজিল্যান্ড : ২৮০/৩, ৪৮.১ ওভার (টেলর ১১২*, ম্যাককালাম ৪৯*, উইলিয়ামসন ৬০, গাপটিল ৩৫; শামি ১/৬১, অ্যারন ১/৫১)।
ফল : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রস টেলর।
Discussion about this post