ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই শতরানের দেখা পেয়ে গেলেন কোরি অ্যান্ডারসন। তাতেই বুধবার ঢাকা টেস্টের তৃতীয়দিনে বাংলাদেশের বিপক্ষে ১ম ইনিংসে লিড নিল নিউজিল্যান্ড। দিন শেষে কিউইদের ১ম ইনিংসে সংগ্রহ ১৩৩ ওভারে ৮ উইকেটে ৪১৯ রান। অ্যান্ডারসন ১১৬ রান করে ফিরে গেছেন সাজঘরে। তাকে ফেরান অভিষেক টেস্ট খেলতে নামা আল আমিন। শেষ বিকেলে বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন বিজে ওয়াটলিং এবং ইশ সোধি। দু’জন নবম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে জমা করেছেন ৮৪ রান। দিনশেষে ৫৯ রান নিয়ে অপরাজিত ছিলেন বিজে ওয়াটলিং, সঙ্গে রয়েছেন ইশ সোধি, ৫৫ রানে। নিউজিল্যান্ডের লিড এখন ১৩৭ রান। এর অর্থ চাপে পড়ে গেল স্বাগতিক বাংলাদেশ।
এর আগে ৬২ রান করে আউট হন কেন উইলিয়ামসন। যদিও ৫৮ রানে ফিরে যেতে পারতেন তিনি। কিন্তু সোহাগ গাজীর বলে উইকেটের পেছনে তার তুলে দেওয়া ক্যাচ ফেলে দেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম।
আগের দিন একাই তুলে নিয়েছিলেন নিউজিল্যান্ডের তিন উইকেট। বুধবার সকালে সেই সাকিব আল হাসানই ত্রানকর্তা! ৫৩ রানে পৌঁছানোর পর রস টেইলরকে ফেরান সাকিব। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই স্পিনার নিয়েছিলেন হামিশ রাদারফোর্ড, পিটার ফুলটন এবং ব্রেন্ডন ম্যাককালামের উইকেট। বুধবার চা বিরতির ঠিক আগে তিনি ফেরান ব্রেসওয়েলকে। কিউইদের ৭ উইকেটের ৫টিই নিলেন সাকিব। ৩২ টেস্টের ক্যারিয়ারে দশমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি।
সকাল নয়টায় খেলা শুরু কথা থাকলেও বৃষ্টির কারণে বিশ মিনিট দেরিতে শুরু হয়।
বুধবার সকালে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। এর আগে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৮২ রান করে বাংলাদেশ। তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৯৫।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংসে: ২৮২/১০ (তামিম ৯৫, মমিনুল ৪৭, মার্শাল ৪১; ওয়াগনার ৫/৬৪, সোধি ৩/৫৯)
নিউজিল্যান্ড ১ম ইনিংসে: ৪১৯/৮ (ফুলটন ১৪, রাদারফোর্ড ১৩, উইলিয়ামসন ৬২, টেলর ৫৩, ম্যাককালাম ১১, অ্যান্ডারসন ১১৬, ওয়াটলিং ৫৯*, ব্রেসওয়েল ১৭, ওয়াগনার ৮, সোধি ৫৫*; সাকিব ৫/৯৭, নাসির ১/৭, আল আমিন ১/৫৮, রাজ্জাক ১/৮৪)
http://youtu.be/sCHojx2ojGA
Discussion about this post