ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তামিম ইকবালের দল সেন্ট লুসিয়া জুকস সেমিতে উঠলেও সাকিব আল হাসানের বার্বাডোস ট্রাইডেন্টস শেষ চারে উঠেছে। সেখানে সাকিবদের প্রতিপক্ষ জ্যামাইকা তালাওয়াশ। ২৩ আগস্ট পোর্ট অব স্পেনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বার্বাডোস ও জ্যামাইকা। এর আগে ২২ আগস্ট একই মাঠে প্রথম সেমিতে লড়বে গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিল।
সেমিফাইনালে সাকিবদের বড় দুই বাধা জ্যামাইকার দুই ব্যাটস্যান ক্রিস গেইল এবং কুমার সাঙ্গাকারা। আর বোলিংয়ে এক নম্বর শত্রু মুত্তিয়া মুরালিধরন। জ্যামাইকার সর্বশেষ রিক্রুট শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক সাঙ্গাকারা। দলের পাকিস্তান ব্যাটসম্যান আহমেদ শেহজাদ জিম্বাবুয়ে সফরে ডাক পাওয়াতে সাঙ্গাকারাকে দলে টেনেছে জ্যামাইকা। তাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল মুরালিধরনের। তিনিই সাঙ্গাকারাকে টেলিফোনে সিপিএলে খেলার প্রস্তাব দেন। তা ঝটপট লুফে নেন বাঁহাতি এ স্টাইলিশ ব্যাটসম্যান। সাঙ্গাকারা নিজেই বলেছেন-‘জ্যামাইকার হয়ে খেলার জন্য আমি মুখিয়ে আছি। যেখানে আমার সতীর্থ গেইল। এখন ও আমার প্রতিপক্ষ নয়, এটা ভাবতেই দারুণ লাগছে। আশা করি দলের সাফল্যে ভূমিকা রাখতে পারব।’ বার্বাডোস গ্রুপ লিগে শেষ তিন ম্যাচে টানা হেরেছে। কিন্তু তাতে উদ্বিগ্ন নন অধিনায়ক কায়রন পোলার্ড। বলেছেন-তার দল জ্যামাইকাকে মোকাবেলা করতে প্রস্তুত। দলের কোচ সাবেক উইন্ডিজ গ্রেট ওপেনার ডেসমন্ড হেইন্সও তার অধিনায়কের সঙ্গে গলা মিলিয়ে বলেছেন-সেমিফাইনাল হবে সম্পূর্ণ নতুন ম্যাচ। গ্রুপ লিগের প্রভাব তাতে থাকবে না। বলা দরকার সাকিব ব্যাট হাতে মোটেই সফল হননি। তবে বল হাতে নিজেকে চিনিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। সাত ম্যাচে ১১ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট দখলকারীর তালিকায় দুই নম্বরে রয়েছেন তিনি।
Discussion about this post