ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিজেদের প্রাপ্য অধিকার আদায়ের লড়াইয়ে নেমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তোপের মুখে পড়েছেন সাকিব আল হাসানরা। মঙ্গলবার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন মেতেছেন ক্রিকেটারদের সমালোচনায়। এমন কী এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিসিবি প্রধান। কিন্তু এমন যৌক্তিক দাবির সঙ্গে আছেন অনেকেই। বিশ্বজুড়ে মিডিয়ায় আলাদা করে কাভারেজ পেয়েছে। এবার সাকিব-তামিমদের আন্দোলনে সমর্থন জানিয়ে বিবৃতি দিলো ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)।
পেশাদার ক্রিকেটারদের এই শীর্ষ সংগঠন ফিকার নির্বাহী সভাপতি টনি আইরিশ জানালেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের ঐক্যের প্রশংসা করছে ফিকা। পেশাদার ক্রিকেটার হিসেবেযৌক্তিক দাবিগুলো তারা তুলে ধরেছেন। বাংলাদেশে ক্রিকেটারদের একসঙ্গে কিছু করার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এটা ঘটেছে। পরিষ্কার একটা ইঙ্গিত পাওয়া গেল যে ক্রিকেটে গুরুত্বপূর্ণ একটি দেশের খেলোয়াড়দের যেভাবে দেখা হচ্ছে, সেটার পরিবর্তন দরকার।’
টনি আইরিশ আরও বলেন, ‘আমরা বুঝতে পারলাম গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের ক্রিকেটারদের কথা শোনা হয় না কিংবা তাদের সেই সম্মানটা দেয়া হয় না। যেটা তাদের ক্যারিয়ার এবং জীবনধারণে প্রভাব ফেলছে। প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের দায়িত্ব হলো তাদের হয়ে কথা বলা, খেলোয়াড়দের দ্বারা প্রতিনিধি নির্বাচিত করা। উদ্বেগের বিষয় হলো বাংলাদেশের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) খেলোয়াড়দের এই কঠিন সময়ে দায়িত্বটা পালন করতে পারছে না। উদ্বেগের বিষয় কোয়াবের কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদেও আছেন। এ সব বিষয় দেখে আমরা মনে করছি, ফিকার উচিত এতে সমর্থন দেয়া এবং এখন ক্রিকেটার পাশে থাকা উচিত।’
একইসঙ্গে কোয়াবের সদস্যপদ নিয়ে আবারও নতুন করে ভাববে বলে জানিয়েছে ফিকা।
Discussion about this post