ক্রিকবিডি৪.কম রিপোর্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য তিনি ছুটি নিয়েছেন। খেলছেন না বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানকে ছাড়াই বুধবার থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে সর্বোচ্চ ২৯ উইকেট নিয়েছেন। অথচ তিনিই নেই।
সংগতভাবেই সাকিবকে মিস করবেন মুমিনুল হক। প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক স্পস্ট জানালেন, সাকিবের মতো ক্রিকেটার যেকোনো দলের জন্যই যেকোনো ফরম্যাটে গুরুত্বপূর্ণ। এই অলরাউন্ডারকে ছাড়া দলের কম্বিনেশন ঠিক রাখতে কিছুটা হলেও বেগ পোহাতে হবে।
মুমিনুল হক বলেন, ‘সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। যেকোনো ফরম্যাটে দলের জন্য অনেক কার্যকরী ক্রিকেটার। আমার দলের ক্ষেত্রেও একই। তিনি দলে না থাকলে কম্বিনেশন নিয়ে কিছুটা সংগ্রাম করতে হয়। অবশ্যই আমরা তাকে মিস করব। তবে দলে যেই আছে, সবার ভালো করার সামর্থ্য আছে। সাকিবের জায়গায় যেই আসবে তার জন্য দলে অবদান রাখার এটা ভালো সুযোগ।’
একইসঙ্গে প্রস্তুতি নিয়েও খুব একটা উচ্ছ্বাসা নেই মুমিনুলের। মঙ্গলবার বলছিলেন, ‘বাংলাদেশে থাকতেও বলে এসেছি- বলব ন খুব ভালো প্রস্তুতি। তবে এখনকার যে পরিস্থিতি সেই অনুযায়ী ভালো প্রস্তুতিই হয়েছে। প্রস্ততি ম্যাচ খেলেছি, অনুশীলন করেছি, আজকেও করব। দেশের জন্য আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে কিছু পরিস্থিতি আসবে যেগুলোতে আপনাকে মানসিক ও শারীরিকভাবে নিজেকে মানিয়ে নিতে হবে। এসব নিয়ে বেশি চিন্তা না করে, যদি ভালো করার ব্যাপারে আশাবাদী থাকে এটাই গ্রহণযোগ্য হবে।’
ফলাফল কেমন হওয়া উচিত? এনিয়ে মুমিনুল বলেন, ‘চাপ যদি বলেন, আমি তো কোনো চাপে নেই। আমার দলও কোনো চাপে নেই। আমরা এখানে এসেছি ম্যাচ জেতার জন্য। পুরোপুরি চেষ্টা করব ম্যাচ জেতার, এটাই। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা শেষ দুইটা টেস্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আগেও বলেছি- ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রসেস ঠিক থাকে, ৫ দিন ভালো খেলি ইনশাআল্লাহ জয় পাব।’
Discussion about this post