ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইংল্যান্ডকে হেডিংলিতে রুদ্ধশ্বাস এক জয় এনে দিয়েছেন বেন স্টোকস। সেই সাফল্যের পর ধরে এবার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই তারকা। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠলেন এই ইংলিশ অলরাউন্ডার। দুই থেকে তিনে নেমে নামলেন শীর্ষে থাকা সাকিব আল হাসান।
হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৫ রানের দাপুটে ইনিংস খেলে দলকে জেতান স্টোকস। ম্যাচে বল হাতে উইকেট নিয়েছেন চারটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য ব্যাটিংয়ের কারণে ১৩ ধাপ উন্নতি করে সেরা ১৩ নাম্বার ব্যাটসম্যান বনে গেছেন স্টোকস। যেখানে ক্যারিয়ার সেরা ৬৯৩ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। অলরাউন্ডারের তালিকায় দুই ধাপ এগিয়ে সেরা দুইয়ে চলে এসেছেন তিনি। পেছনে ফেলেছেন সাকিব আল হাসান ও রবীন্দ্র জাদেজা। তার ওপরে এখন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। এখানেও তিনি ক্যারিয়ার সেরা ৪১১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন।
জোফরা আর্চারও বোলিং র্যাংকিংয়ে নিজের উন্নতি করেছেন। হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট পেয়ে ৪০ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে চলে এসেছেন। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭ রানে ৫ উইকেট পাওয়া ভারতের জাসপ্রিত বুমরাহ ক্যারিয়ার সেরা ৭৭৪ পয়েন্ট অর্জন করেছেন।
৯ ধাপ এগিয়ে বোলারের তালিকায় ৭-এ উঠেছেন বুমরাহ। হেডেংলিতেই ৯ উইকেট পাওয়া অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড তিন ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন। আর ভারতের ইশান্ত শর্মা ক্যারিয়ার সেরা ৬৭১ পয়েন্ট নিয়ে ২১-এ রয়েছেন। ট্রেন্ট বোল্ট তালিকায় পঞ্চমস্থানে আছেন। অজি পেসার প্যাট কামিন্স শীর্ষস্থানেই রয়েছেন। দুই থেকে চারে যথাক্রমে কাগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন ও ভারনন ফিল্যান্ডার।
টেস্ট ব্যাটিংয়ে আগের মতো শীর্ষে বিরাট কোহলি। এরপরই আছেন স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, চেতশ্বর পুজারা ও হেনরি নিকোলস।
Discussion about this post