ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোববার সুপার টুয়েলভ পর্বের ম্যাচ জিততে শেষ বলে জিম্বাবুয়ের ছিল ৫ রান। বোলার মোসাদ্দেক হোসেন। ব্যাটার মুজারাবানি। ক্রিজ ছেড়ে ব্যাট চালান ব্যাটার। কিন্তু বল মিস করেন। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান স্ট্যাম্পিং করে দিলেন। বিজয়োল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দল। তবে ম্যাচের শেষটা তখনও বাকি ছিল। মুজারাবানি আউট হয়েছেন কি না, থার্ড আম্পায়ারকে দেখতে বলেন ফিল্ড আম্পায়াররা। সেখানেই বাধে বিপত্তি। রিপ্লাইতে দেখা যায়, বল স্ট্যাম্পে আসার আগেই বল গ্লাভসে পুরে নেন নুরুল হাসান সোহান। নিয়ম অনুযায়ী ব্যাটার নটআউট, সঙ্গে বৈধ বল হয়ে গেলো ‘নো’ বল। বাংলাদেশ দলের ফিল্ডারদের সঙ্গে জিম্বাবুয়ের দুই ব্যাটারকে আবারও মাঠে নামতে হলো শেষ বল খেলার জন্য। একই সঙ্গে জিম্বাবুয়ে ইনিংসের সঙ্গে যোগ হলো এক রান। একই সেঙ্গ ফ্রি-হিট পেলো জিম্বাবুয়ে। কিন্তু বাংলাদেশের সমর্থকদের স্বস্তি দিয়ে শেষ বলটিতে কোনো রান নেয়া থেকে মুজারাবানিকে বিরত রাখতে পারলেন মোসাদ্দেক। ৪ রানের জায়গায় বাংলাদেশ জিতলো তিন রানে।
ব্রিসবেনের দ্য গ্যাবায় স্নায়ুক্ষয়ী এই ম্যাচে বাংলাদেশের করা ১৫০ রানের জবাব দিতে নেমে ১৪৭ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ফলে ৩ রানে জিতে গেলো বাংলাদেশ।
শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ১৬ রান। সময় টাইগার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে বল তুলে দেন। ক্রিজে ব্রাড ইভান্স এবং রায়ান বার্ল। প্রথম বলে দিলেন ১ রান। দ্বিতীয় বলে ব্রাড ইভান্স ছক্কা হাঁকাতে গেলেন। কিন্তু বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বলটি তালুবন্দী করে নিলেন আফিফ হোসেন ধ্রুব। ৪ বলে প্রয়োজন পড়ে ১৫ রান। তৃতীয় বলটি উইকেটরক্ষকের পেছন দিয়ে বাউন্ডারি মেরে দেন ব্রাড ইভান্স। চতুর্থ বলে দিলেন ছক্কা। ২ বলে জিম্বাবুয়ের প্রয়োজন পড়ে ৫ রান। পঞ্চম বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিস করেন ইভান্স। বল ধরে স্ট্যাম্প ভেঙে দিতে মোটেও বিলম্ব করেননি নুরুল হাসান সোহান। ১ বলে প্রয়োজন ৫ রান। শেষ বলে নাটকীয়তা তৈরি হয়। যার ফলে ১ বলে প্রয়োজন হয় ৪ রান। কিন্তু আর কোনো রান নিতে পারেনি জিম্বাবুয়ে।
১৫১ রানের লক্ষ্য দিয়ে বল হাতে শুরু থেকেই দুর্দান্ত ছিল বাংলাদেশ দল। প্রথম ওভারেই তাসকিন এনে দেন সাফল্য। সেই রেশ থাকতেই এক ওভার পর আবার এ পেসারের হাত ধরে টাইগাররা পায় সাফল্য। এদিকে ষষ্ঠ ওভারে আক্রমণে এসেই মোস্তাফিজ জোড়া আঘাত করেন জিম্বাবুয়ে শিবিরে। তাই জয়ের স্বপ্ন বুনছিল টিম টাইগার্স। তবে মাঝে শন উইলিয়ামস টাইগারদের বিপদের কারণ হয়ে দাঁড়ান। তিনি এক পর্যায়ে তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৪ রান করে শেষ দিকে ফেরেন তিনি। তাকে রান আউট করেন সাকিব। এরপর শেষ ওভার রোমাঞ্চে ৩ রানের জয় পায় টিম টাইগার্স।
বাংলাদেশের হয়ে ১৯ রানে ৩ উইকেট নেন তাসকিন আহম্মেদ। এদিকে ১৫ রানে ২ উইকেট মোস্তাফিজুর রহমান। এছাড়া ৩৪ রান দিয়ে মোসাদ্দেক নেন ২টি উইকেট।
Discussion about this post