ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন সাকিব আল হাসান। এজন্য জাতিসংঘের এ সংস্থার সঙ্গে মঙ্গলবার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। চুক্তি অনুযায়ী শিশুদের অধিকার নিয়ে কাজ করবেন দেশসেরা অলরাউন্ডার। সাকিবের আগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাশার এবং মোহাম্মদ আশরাফুলও ছিলেন ইউনিসেফের শুভেচ্ছাদুত। এবার সাকিবের সঙ্গে রয়েছেন প্রখ্যাত জাদুকর জুয়েল আইচ ও জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। এ তিন তারকা ২০১০ সাল থেকে এইডস, অপুষ্টি ও শিশু নির্যাতন দমনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে ইউনিসেফের সঙ্গে কাজ করবেন তারা।
Discussion about this post