ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক ম্যাচ আগেই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। তারপরও সামনে অঅরেকটা লড়াই। শনিবার প্রতিপক্ষ আফগানিস্তান। যাদের কাছে রাউন্ড রবিন লিগের প্রথম ম্যাচে হেরেছে দল। এই দলটির সঙ্গেই লড়তে হবে ফাইনালে। আপতত টাইগারদের চোখ ফাইনালেই।
জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে উঠা ম্যাচের জয়ের নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আশাবাদী। মঙ্গলবার ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ অবস্থায় মাহমুদউল্লাহ বলেন, ‘নিকট অতীতে আমরা ভালো ফলাফল করছিলাম না। তাই সবার ভেতরেই ওই মরিয়া মনোভাব ছিল। সবাই কথা বলেছিল এ নিয়ে। এখন আমাদের লক্ষ্য, আফগানিস্তানের সঙ্গে যেন একই (জিম্বাবুয়ে ম্যাচ) কিংবা আরও ভালো পারফরম্যান্স করে জিততে পারি। ফাইনালের জন্য যেন তৈরি হতে পারি।’ শিরোপাতেই দৃষ্টি টাইগারদের।
জিম্বাবুয়েকে অনায়াসে হারিয়েছে বাংলাদেশ। এই সাফল্যের আত্মবিশ্বাস পরের ম্যাচে কাজে লাগাতে চান মাহমুদউল্লাহ। বলেন, ‘আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। ফিল্ডিংয়ে নামার সময় সাকিবের সঙ্গে কথা হচ্ছিল, সম্ভবত ১০-১৫ রান কম হয়েছে। তারপরও বোলাররা যেভাবে ভালো বোলিং করেছে তাই এ সংগ্রহই বড় মনে হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে পরের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু র্যাঙ্কিংয়ে তারা ওপরে আছে। তারা আছে ৭ নম্বরে আমরা সম্ভবত ১০ নম্বরে। তাই আমাদের অনেক ভালো খেলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন আত্মবিশ্বাসটুকু নিয়ে যেতে পারি ফাইনালে।’
যদিও আফগানদের সঙ্গে টি-টুয়েন্টি মানেই দুঃস্বপ্নের অন্য নাম। সবশেষ চার টি-টুয়েন্টি ম্যাচেই তাদের কাছে হেরেছে বাংলাদেশ। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগটাও পাচ্ছে দল।
Discussion about this post