অবশেষে বোধদয় হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তাদের। তারা শাস্তির মেয়াদ কমালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। যদিও তা নিয়েও থাকছে প্রশ্ন। শাস্তির মেয়াদ তিন মাস কমানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
তাইতো আসছে অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাঠে সাকিবের খেলা নিয়ে কোন বাধা থাকল না। একইসঙ্গে জানা গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও শুরু থেকে খেলতে পারবেন পারবেন এই তারকা ক্রিকেটার। গাজী ট্যাংক ক্রিকেটার্সে (লিজেন্ডস অফ রুপগঞ্জ) খেলার কথা রয়েছে তার। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কমিয়ে এনেছে বিসিবি।
তবে বিদেশি ক্রিকেট লিগের ওপর নিষেধাজ্ঞা আগের মতোই বহাল রয়েছে। ১৮ মাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ অন্য বিদেশী লিগে খেলার ছাড়পত্র দেওয়া হচ্ছে না সাকিবকে।
এইতো গত ৭ জুলাই শৃংখলা ভাঙ্গার কারন দেখিয়ে দেশ সেরা ক্রিকেটারকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। এরপর এনিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রিকেট ভক্তরা বোর্ড কর্তাদের পদত্যাগ দাবী করেন। বলা হয় লঘু পাপে গুরুদন্ড পেলেন সাকিব।
এরপর বিসিবি’র পরামর্শে গত ২০ জুলাই বাংলাদেশ ক্রিকেট আনুষ্ঠানিকভাবে শাস্তি কমানোর জন্য আবেদন করেছিলেন সাকিব। তারই প্রেক্ষিতে মঙ্গলবার এই সিদ্ধান্ত নিল বোর্ড। পরে সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব তার ভুল বুঝতে পেরেছে। তাছাড়া ওর আপিলের চিঠি দেখে বিসিসি সন্তুষ্ট হয়েছে।
তবে বিদেশী লিগে দীর্ঘসময় কেন সাকিবকে খেলতে দেওয়া হবে না তা নিয়ে প্রশ্নটা থেকেই গেল।
Discussion about this post