ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
একেবারে অনায়াস জয়। পাকিস্তানের সামনে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাত্তাই পেল জিম্বাবুয়ে। ২৫.১ ওভারেই মাত্র ৬৭ রানে অলআউট হয় জিম্বাবুয়। তারপর মাত্র ৯.৫ ওভার আর ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে সরফরাজ আহমেদের দল। ২৪১বল ও ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। ইতিহাস গড়া জয় এক জয়। ওয়ানডেতে এটিই তাদের সবচেয়ে বড় জয়।
সেই ১৯৯০ সালে শারজাহতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৬ বাকি রেখে জয় ছিল আগের রেকর্ড। ওয়ানডেতে বল অব্যবহৃত রাখার দিক থেকে এটিই তাদের সবচেয়ে বড় জয়।
বুধবার ৯ উইকেটের এই অনায়াস জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল সফরকারী পাকিস্তান দল। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ তে এগিয়ে গেল তারা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টসস ক্লাব মাঠে বুধবার সকালে টস জিতে প্রথমে ব্যাট নামটাই ভুল ছিল জিম্বাবুয়ের। মাত্র ৬৭ রানে অলআউট হয়ে যায় দলটি। বল হাতে আগুণ ঝরান ফাহিম আশরাফ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেট নিতে দেন ২২ রান।
এরপর ব্যাটিংয়ে নেমে দলীয় শূন্য রানে ইনাম উল হক বিদায় নেয়। কিন্তু ফখর জামান ও বাবর আজম এরপরই দক্ষ হাতে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ফখর করেন ২৪ বলে ৪৩ রান। বাবর ৩৪ বলে ১৯।
শুক্রবার সিরিজের চতুর্থ ওয়ানডে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ২৫.১ ওভারে ৬৭/১০ (চিবাবা ১৬, হ্যামিল্টন মাসাকাদজা ১০,মারি ৮, চিগুম্বুরা ৯, ওয়েলিংটন মাসাকাদজা ১০*, মুজারাবানি ৪, এনগারাভা ১; জুনায়েদ ২/৭, উসমান ১/১৯, ফাহিম ৫/২২, ইয়াসির ১/১০, শাদাব ১/৬)
পাকিস্তান: ৯.৫ ওভারে ৬৯/১ (ইমাম ০, ফখর ৪৩*, বাবর ১৯*; মুজারাবানি ১/৪৩)
ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফাহিম আশরাফ
Discussion about this post