ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিন পরিবর্তন নিয়ে বৃহস্পতিবার ঢাকা টেস্টে নেমেছে বাংলাদেশ। কিন্তু টস হেরে আগে বোলিংয়ে নেমে প্রথম সেশনে নিজেদের মেলে ধরতে পারেনি টাইগাররা। তবে দ্বিতীয় সেশনের শুরু থেকেই আবু জায়েদ রাহী ও সৌম্য সরকারের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। চা বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের আরও তিন উইকেট তুলে নিয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। আপাতত তাই স্বস্তিতে রয়েছে টাইগার শিবির।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছে ৪ উইকেটে ১৪৬ রান। উইকেটে রয়েছেন এনক্রুমা বোনার ৩০ ও জার্মেই ব্ল্যাকউড ১৮ রানে।
প্রথম সেশনে করা ১ উইকেটে করা ৮৪ রান নিয়ে লাঞ্চের পর ব্যাটিং শুরু করেন ক্যারিবীয়দের দুই অপরাজিত ব্যাটসম্যান ব্রাথওয়েট ৩৯ ও মোসেলে ৬ রান নিয়ে। কিন্তু তাদের দ্বিতীয় উইকেট জুটি দ্রুতই ভেঙে দেন আবু জায়েদ রাহী। সে সময় এ পেসার বোল্ড করেন মোসেলেকে। অফ স্টাম্পের বাইরে বলটি ফেলেছিলেন জায়েদ। কিন্তু শরীরের অনেক বাইরের এই বলটি খেলতে গিয়ে প্লেইড অন হয়ে যান মোজলি। বল তাঁর ব্যাটের কানায় লেগে স্টাম্প ভেঙে দেয়।
এর কিছুক্ষণ পরই এরপর এক বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নামা সৌম্য সরকারের মিডিয়াম পেসে ফিরে যান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। অফ স্টাম্পের অনেক বাইরের একটি বলে খোঁচা দিয়ে দিয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেনের হাতে ধরা পড়েন ক্যারিবীয় অধিনায়ক। সেই রেশ থাকতে থাকতেই আগের ম্যাচের নায়ক কাইল মেয়ার্সকে সাজঘরের পথ দেখান রাহী। স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্যকে ক্যাচ দিয়ে মাত্র ৫ রান করে ফিরেছেন তিনি। মূলত তার বিদায়ে দারুণভাবে ঢাকা টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
এরআগে প্রথম সেশনে ইনিংসের ২১তম ওভারের ৪র্থ বলে ক্যারিবীয় শিবিরে প্রথম আঘাত করেছিলেন তাইজুল। সে সময় জন ক্যাম্বেলকে (৩৬) এলবিডব্লিয়ের ফাঁদে ফেলে ফিরিয়েছিলেন তিনি। কিন্তু এরপর ঐ সেশনে আর কোন সাফল্য পায়নি টিম টাইগার্স। তবে দ্বিতীয় সেশনের শুরু থেকে নিজেদের মেলে ধরেন স্বাগতিক বোলাররা। যে কারণে দ্রুতই ম্যাচে ফিরেছে টিম বাংলাদেশ।
এখন পর্যন্ত ৩২ রানে ২ উইকেট নিয়েছেন আবু জায়েদ। এদিকে ২৩ রানে ১ উইকেট পকেটে পুরেছেন সৌম্য। আর ৪১ রানে তাইজুলের শিকার ১টি উইকেট।
Discussion about this post