লড়াকু পুঁজি এনে দিয়েছিলেন ব্যাটসম্যানরা। কিন্তু বোলারদের ব্যর্থতা। সঙ্গে বৃষ্টির উৎপাত! তাতেই রোববার প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৭ উইকেটে বাংলাদেশকে হারিয়েছে ভারত।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা ৯ উইকেটে ২৭২ রান করে বাংলাদেশ। জবাবে ভারত ইনিংসের ১৬.৪ ওভারের সময় বৃষ্টি নামে। তখন সফরকারীদের রান ১ উইকেট হারিয়ে ১০০। প্রায় তিন ঘণ্টা পর খেলা শুরু হলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে নতুন করে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৬ ওভারে ১৫০ রান। ৫৬ বলে ৫০ রান। এ অবস্থায় ৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে ভারত।
এর আগে শুরুর ধাক্কা সামলে উঠে বড় সংগ্রহই গড়ে বাংলাদেশ। হাফসেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মুশফিকুর রহীম এবং সাকিব আল হাসান। আর তাতেই ভারতের বিপক্ষ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্বাগতিকরা করে ২৭২ রান।
৫৯ রান করে ফিরে যান মুশফিক। খেলেন ৬৩ বল। সাকিব আল হাসান করেন ৫৮ বলে ৫২ রান।
কিছুতেই ছন্দ ফিরে পাচ্ছেন না তামিম ইকবাল। রোববার ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুন্য রানে আউট এই ওপেনার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তামিমের পর মমিনুল হক ফিরে গেছেন ৬ রানে। তবে এনামুল হক করেন ৪৪ রান। নাসির হোসেনের ব্যাট থেকে আসে ২২। ১০ বলে ১৮ রান করেন মাশরাফি বিন মর্তুজা।
এ বছর ওয়ানডেতে কোনো জয় পায়নি বাংলাদেশ। প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে মুশফিকের দল।
সিরিজের বাকী দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্টিত হবে ১৭ ও ১৯ জুন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭২/৯ (তামিম ০, এনামুল ৪৪, মুমিনুল ৬, মুশফিক ৫৯, সাকিব ৫২, মাহমুদুল্লাহ ৪১, নাসির ২২, জিয়া ২, মাশরাফি ১৮, রাজ্জাক ১৬*, আল আমিন ১; উমেশ ৩/৪৮)
ভারত: ২৪.৫ ওভারে ১৫৩/৩ (উথাপ্পা ৫০, রাহানে ৬৪, রাইডু ১৬*, রায়না ১৫*; সাকিব ২/২৭, মাশরাফি ১/২৫)
ফল: ডাকওয়াথ লুইস ম্যাথডে ৭ উইকেটে জয়ী ভারত
Discussion about this post