ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটুর জন্য তিন অঙ্কের দেখা পেলেন না সোহরাওয়ার্দী শুভ। রান উৎসবের ম্যাচে সঙ্গীর অভাবে সেঞ্চুরি পেলেন না তিনি। জাতীয় লিগের প্রথম স্তরে দ্বিতীয় রাউন্ডে রংপুর-ঢাকা ম্যাচে শেষ দিনেও দেখা গেল না বোলারদের দাপট। ড্র হয়েছে ম্যাচটি।
৫ উইকেটে ৩৩৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে রংপুর। নাঈম ইসলাম ফিরে যান ১৩৫ রানে। শেষদিকে সাজেদুল ইসলাম ও রবিউল হকদের নিয়ে দলের সংগ্রহ পাঁচশ ছাড়িয়ে যান শুভ। নবম উইকেটে রবিউলের সঙ্গে মিলে তুলেন ৯৬ রান। কিন্তু দল অলআউট হয়ে গেলেও তিনি অপরাজিত থাকেন ৯২ রানে। মাত্র ৮ রানের জন্য পেলেন না শতরান। আক্ষেপে মাঠ ছাড়েন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৫৫৬/৮ ইনিংস ঘোষণা
রংপুর বিভাগ ১ম ইনিংস: ১৮০.৫ ওভারে ৫০৮ (লিটন ১২২, হামিদুল ৯, মাহমুদুল ০, নাঈম ১৩৫, নাসির ১, আরিফুল ১৭, তানবীর ৭৩, শুভ ৯২*, সাজেদুল ১১, রবিউল ৩৪, সঞ্জিত ০; সুমন ২৪-৩-৯২-২, শাকিল ২৭-৬-৮৫-৩, নাজমুল অপু ৬০.৫-৮-১৪৬-৩, তাইবুর ১৫-৩-৩৯-০, শুভাগত ৪৫-৫-১১৬-১, সাইফ ৬-১-১১-০, মজিদ ৩-০-৯-০)।
ঢাকা বিভাগ ২য় ইনিংস: ১০/০ (নাজমুল ৯*, মজিদ ১*; সাজেদুল ২-০-২-০, নাঈম ১-০-৮-০)
ফল: ম্যাচ ড্র
###########
দাপট নাঈমের
ফের ৪ উইকেট পেলেন চট্টগ্রামের তরুণ অফস্পিনার নাঈম হাসান। তবে ড্র হয়েছে বরিশাল-চট্টগ্রামের মধ্যকার জাতীয় লিগের ম্যাচ। ফতুল্লায় দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫০ রানে রোববার দিন শুরু করে চট্টগ্রাম। ৬ উইকেটে ১৯৫ রান করে লাঞ্চের আগেই ইনিংস ঘোষণা করে তারা। ৭৪ বলে ৫৪ রান করেন ওপেনার পিনাক ঘোষ। অধিনায়ক মুমিনুল ৪৯ বলে করেন ৩০ রান।
৩৩৬ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় উইকেটে ১১২ রান যোগ করেন শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুল। নাফিস ফিরেন ৪২ রানে। আশরাফুলের ব্যাটে ৬০।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম ১ম ইনিংস: ৩৫৬/১০
বরিশাল ১ম ইনিংস: ২১৬/১০
চট্টগ্রাম ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৯৫/৬ ইনিংস ঘোষণা (পিনাক ৫৪, ইরফান ১১, মমিনুল ৩০, ইয়াসির ৬, মাহিদুল ৪৩, তাসামুল ১১, মাসুম ২৭*, নাঈম ১১*; কামরুল রাব্বি ১৬-১-৪৩-২, আশরাফুল ৯-০-৩৮-১, গাজী ৩-১-৫-০, নুরুজ্জামান ৪-০-১৯-১, মনির ১২-০-৬৮-১, তানভীর ৩-০-২১-১)
বরিশাল ২য় ইনিংস: ৬৫ ওভারে ১৭৪/৭ (রাফসান ০, শাহরিয়ার ৪২, আশরাফুল ৬০, নুরুজ্জামান ১, মাহমুদ ৭, সোহাগ ০, মোসাদ্দেক ৩৫, শামসুল ১৫*; নাঈম ২৯-১৩-৫৪-৪, নোমান ১২-৪-৩৪-২, রানা ৬-০-৩৬-০, আফ্রিদি ১০-০-৩৭-০, মাসুম ৭-৪-৬-১, মমিনুল ১-০-১-০)
ফল : ম্যাচ ড্র
Discussion about this post