৩৬ বছর পেরিয়ে গিয়েও বল হাতে ম্যাজিক কমছে না আব্দুর রাজ্জাকের। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের প্রথম দিনে চমক দেখালেন তিনি। একইসঙ্গেএনামুল হক জুনিয়রকে টপকে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন রাজ্জাক।
বিসিবি মধ্যাঞ্চলের বিপক্ষে আগের ম্যাচে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে এনামুল হক জুনিয়রের রেকর্ড স্পর্শ করেন রাজ্জাক। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এদিন ওয়ালটল উত্তরাঞ্চলের বিপক্ষে ৫ উইকেট নিয়ে সেই রেকর্ডটি নিজের করে নিলেন এ বাঁহাতি স্পিনার।
প্রথম শ্রেনীর ক্রিকেটে সর্বোচ্চ এই কীর্তি রাজ্জাক দেখালেন ৩৩বার। ২২ বার ৫ উইকেট নিয়ে রেকর্ডের তিনে সাকিব আল হাসান। ৩২বার ৫ উইকেট নিয়ে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন এনামুল।
রাজ্জাকের অসাধারণ বোলিং নৈপূণ্যে গতকালই বিসিবি উত্তরাঞ্চল অলআউট হয় মাত্র ১৮৭ রানে। জবাবে দিন শেষে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ উইকেটে তুলেছে ১১৫ রান।
এ মৌসুমেই প্রথম শ্রেণিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেটের কীর্তি গড়েন রাজ্জাক। ১১৮ ম্যাচে তার উইকেট এখন ৫৩২টি।
Discussion about this post